দিনাজপুরের বিরামপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে ট্রাকের সহকারী নিহত হয়েছেন এবং চালক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টাটকপুর বেলডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকের সহকারী আব্দুল হামিদ (২৩), বগুড়ার শাহজাহানপুর উপজেলার রাসেল মন্ডলের ছেলে। গুরুতর আহত ট্রাকের চালক আব্দুল মুমিন (৩৮), একই এলাকার জাহিদুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক জানান, দিনাজপুর থেকে ঢাকায় যাচ্ছিল একটি ট্রাক। একই সময়ে আসাদ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। শহরের বেলডাঙ্গা মোড়ে দুই পরিবহনের সংঘর্ষ হয়, এতে ট্রাকচালক ও সহকারী ট্রাকের কেবিনে চাপা পড়েন।
খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাহাজুল ইসলাম ট্রাকের সহকারীকে মৃত ঘোষণা করেন। চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।