বাস-ট্রাক সংঘর্ষ
ভারতের মধ্যপ্রদেশে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০, আহত ২৪
ভারতের মধ্যপ্রদেশে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পার ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ও ২৪ জন আহত হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) পুলিশ জানায়, শনিবার গভীর রাতে মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে প্রায় ৪৯০ কিলোমিটার উত্তর-পূর্বে মাইহার জেলার নাদান দেহাত থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেন, 'গতকাল গভীর রাতে নাদান দেহাত থানা এলাকায় জাতীয় সড়কে যাত্রীবাহী একটি স্লিপার কোচ বাস দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই একটি ডাম্পার ট্রাকে ধাক্কা মারে। এতে ১০ জন নিহত ও ২৪ জন আহত হয়।’
আরও পড়ুন: স্পেন যাওয়ার পথে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবি, নিহত ৯, নিখোঁজ ৪৮
তিনি আরও জানান, ঘটনাস্থলেই ৫ জন মারা যান। ২৯ জনকে আহতাবস্থায় সাতনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন আরও পাঁচজনের মৃত্যু হয়। আরও দুই যাত্রীর অবস্থা আশঙ্কাজনক।
বাসটি উত্তর প্রদেশ থেকে মহারাষ্ট্রের নাগপুর যাচ্ছিল।
পুলিশ জানিয়েছে, আর্থমুভার ও স্টিল কাটার ব্যবহার করে দুমড়ে-মুচড়ে যাওয়া বাসের ভেতর আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন উদ্ধারকারীরা। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছে পুলিশ।
ভারত বেহাল সড়ক, ত্রুটিপূর্ণ যানবাহন ও বেপরোয়া গাড়ি চালানোর কারণে প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।
সরকারি নথিতে দেখা যায়, প্রতি বছর দেশটিতে প্রায় ৫ লাখ সড়ক দুর্ঘটনা ঘটে যাতে প্রায় দেড় লাখ মানুষ নিহত হয়।
আরও পড়ুন: নেপালে বন্যা ও ভূমিধসে নিহত ৫৯, আহত ৩৬
১ মাস আগে
মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে গার্মেন্টস কর্মীবাহী একটি মিনিবাসের সঙ্গে বিপরীতগামী একটি ট্রাকের সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ২০ জন।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শিবালয় উপজেলার বোয়ালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বরংগাইল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে গার্মেন্টস কর্মীবাহী একটি মিনি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটির সামনের অংশ দুমরে মুচড়ে যায়। অন্যদিকে ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যায়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত, আহত ২
খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ এবং স্থানীয় মানুষের সহায়তায় হতাহতদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠায়।
শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাম্মী আক্তার জানান, আহত ২০ জনকে চিকিৎসাসেবা দিয়েছেন। এছাড়া হাসপাতালে আনার আগেই দুই নারী গার্মেন্টস কর্মী মারা গেছেন।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন ওসি মো. ইব্রাহিম।
আরও পড়ুন: মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
১ মাস আগে
ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৮, আহত ২৫
ভারতের উত্তরপ্রদেশে বুধবার একটি বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত আট জন নিহত এবং ২৫ জনেরও বেশি আহত হয়েছেন। সকালে রাজ্যের রাজধানী লখনৌ থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে লখিমপুরের খেরির জেলায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, প্রায় ৪০ জন যাত্রী নিয়ে লখনৌগামী বাসটি ঈশানগর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
আরও পড়ুন: ভারতে দেয়াল ধসে নিহত ৯
তিনি জানান, ঘটনাস্থলেই আট যাত্রী নিহত হন। আহতদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদেরকে লখনৌর একটি উন্নত চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়।
রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সোশ্যাল মিডিয়ায় নিহতের প্রতি শোক জানিয়েছেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন: ৭০ বছর পর ভারতে ফিরে এসেছে চিতাবাঘ
পুলিশ কর্মকর্তা জানান, দুর্ঘটনার কারণ উদঘাটনের জন্য তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
ভারতে প্রতি চার মিনিটে সাধারণ একটি সড়ক দুর্ঘটনা ঘটছে। আর প্রায়শই এই দুর্ঘটনার জন্য ঝুঁকিপূর্ণ সড়ক, গাড়ির বেপরোয়া গতি এবং ট্রাফিক আইন অমান্য করাকে দায়ী করা হচ্ছে।
আরও পড়ুন: ভারতে ভারী বর্ষণের ফলে দেয়াল ধসে নিহত ১০
সড়ক দুর্ঘটনায় প্রতি বছর দেশেটিতে এক লাখেরও বেশি মানুষ প্রাণ হারায়, সাম্প্রতিক বছরগুলোতে কঠোর ট্রাফিক আইন করে এ সকল দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে দেশটির সরকার।
২ বছর আগে
রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ৫০
রংপুরের তারাগঞ্জ উপজেলায় রবিবার রাতে রংপুর-দিনাজপুর মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত এবং প্রায় ৫০ জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ জানান, রাত সাড়ে ১২টার দিকে মহাসড়কের ইকোরচালী হাজীপাড়া এলাকার খারুভজ ব্রিজের কাছে প্রবল বৃষ্টির সময় বিপরীত দিক থেকে আসা ‘জয়না পরিবহন’-এর একটি বাসের সঙ্গে ঢাকাগামী ইসলাম পরিবহনের একটি বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
পড়ুন: রংপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২
তিনি জানান, এসময় ঘটনাস্থলেই পাঁচজন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. ফরহাদুজ্জামান জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে আরও চারজন মারা যান।
এছাড়া আহত দু’জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।
আরও পড়ুন: রংপুরে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত
ঢাকা-রংপুর মহাসড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
২ বছর আগে
বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, আহত ৬
পদ্মাসেতু উত্তর থানার সামনে ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে অন্তত ছয় যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরের এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে মাওয়াগামী ইলিশ পরিবহনের যাত্রীবাহী বাস চৌরাস্তা মোড়ের ডান দিকে শিমুলিয়াঘাটের দিকে টার্ন নিলে পেছন থেকে বেপরোয়া গতিতে বরিশালগামী ঈগল পরিবহনের যাত্রীবাহী বাস এসে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।এতে ইগলের সামনের অংশ ও ইলিশ পরিবহনের পিছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঈগল পরিবহনের অন্তত ছয় যাত্রী গুরুতর আহত হয়। এছাড়া দুই বাসের আরও কয়েক যাত্রী সামান্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পদ্মা উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন জানান, রেকার দিয়ে ঈগল পরিবহনের বাসটি সড়ক থেকে সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
তিনি আরও বলেন, দুটি বাসই আটক করা হয়েছে,তবে চালক দুজনকে আটক করা যায়নি।
আরও পড়ুন: গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় নিহত ১
তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত
২ বছর আগে
তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫
তুরস্কের কর্তৃপক্ষ রবিবার পৃথক সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত হওয়ার বিষয়ে তদন্ত শুরু করেছে। শনিবার এই মর্মান্তিক দুর্ঘটনাগুলো ঘটে তুরস্কের ২৫০ কিলোমিটার দূরবর্তী দক্ষিণাঞ্চলে।
ডেরিকের পশ্চিমের প্রদেশ মার্ডিনে দুর্ঘটনায় হতাহতদের উদ্ধারে সহযোগিতা করার জন্য জড়ো হওয়া উদ্ধারকারী দলকে চাপা দেয় একটি যাত্রীবাহী বাস। প্রথম দুর্ঘটনাটি ঘটে মহসড়কের গাজিয়ান্তেপ ও নিজিপি’র মাঝামাঝি জায়গায়।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সোলায়মান সোয়াইলু বলেন, দ্বিতীয় দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে তিনজন দমকল কর্মী, দুইজন স্বাস্থ্যসহকারী এবং দুইজন সাংবাদিক রয়েছে। আর বাকি আটজন বাসযাত্রী।
আরও পড়ুন: ইবি উপাচার্যের সঙ্গে তুরস্কের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ১০০টি স্কলারশিপ দিবে তুরস্ক
সংবাদ সংস্থা দ্যা ইলহাস জানায়, প্রথম দুর্ঘটনায় আহতদের সাহায্য করতে গিয়ে তাদের প্রাইভেটকার সড়ক থেকে নিচে পড়ে দুইজন সাংবাদিক নিহত হয়েছেন।
টেলিভিশনের ফুটেজে দেখানো হয়েছে, মহাসড়কে বাসের ধাক্কায় একটি অ্যাম্বুলেন্সের সামনের বেশিরভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। গজনির গভর্নর দাভুত গুল বলেন, দ্বিতীয় দুর্ঘটনায় ২২ জন আহত হয়েছেন।
শনিবার বিকালে আরেকটি দুর্ঘটনা ঘটে। ডেরিকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারালে একটি গ্যাস স্টেশনের কাছে অপর দুটি যানবাহনের সঙ্গে সংঘর্ষ হয়।
ওইদিন বিকালেই ব্রেক ফেল করে একটি ট্রাক প্রথম দুর্ঘটনাটির দৃশ্য দেখতে জমায়েত হওয়া মানুষের ওপর উঠে যায়।
এ বিষয়ে সোয়াইলু বলেন, এই দুর্ঘটনায় ২০ জন মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২৬ জন। এরমধ্যে একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। দুইজন চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও তিনি জানান।
তুরস্কের সড়ক নিরাপত্তার রেকর্ড খুব দুর্বল। সরকারি তথ্যমতে, গতবছর সড়ক দুর্ঘটনায় পাঁচ হাজার ৩৬২ জন নিহত হয়েছেন।
আরও পড়ুন: সুফিবাদের তীর্থস্থান হিসেবে তুরস্কের সাথে সিলেটের মিল রয়েছে: রাষ্ট্রদূত
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. মোমেনের দ্বিপক্ষীয় বৈঠক
২ বছর আগে
টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে ২ চালক নিহত
টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে দুই চালক নিহত এবং ১০ জন হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
রবিবার ভোরে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার সল্লা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: গাজীপুরে শ্রমিকবাহী বাসে ট্রেনের ধাক্কা: নারীসহ নিহত ২
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা উপপরিদর্মক (এসআই) জ্বিলকদ হোসেন জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সল্লা এলাকায় পৌঁছালে উত্তরবঙ্গগামী একটি ট্রাক সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হানিফ বাসের চালক ও ট্রাক চালক ঘটনাস্থলে নিহত হন। এই ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: মাগুরায় বাস-ট্রাক সংঘর্ষে সেনা সদস্য নিহত, আহত ১৫
দুর্ঘটনায় মহাসড়কের দুইপাশে যানজটের সৃষ্টি হয় জানান এসআই জ্বিলকদ হোসেন।
২ বছর আগে
নেত্রকোণায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ২৫
নেত্রকোণা সদরের চল্লিশা এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে নেত্রকোণা ও ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাসচালক সবুজ মিয়া ও সুপারভাইজার সুহেল মিয়া।
আরও পড়ুন: মাগুরায় বাস-ট্রাক সংঘর্ষে সেনা সদস্য নিহত, আহত ১৫
নেত্রকোণা মডেল থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, সোমবার ভোরে চল্লিশা এলাকায় ঢাকাগামী ধানবোঝাই একটি ট্রাকের সঙ্গে চট্রগ্রামগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বাসচালক নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত সুপারভাইজার সুহেল মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। দুজনের লাশ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
এ বিষয়ে নেত্রকোণা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মামুন মিয়া জানান, আহতদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: মাগুরায় বাস-ট্রাক সংঘর্ষে সেনা সদস্য নিহত, আহত ১৫
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাকের আহমেদ জানান, দুর্ঘটনায় নেত্রকোণা ময়মনসিংহ সড়কে যান চলাচল দুই ঘণ্টা বন্ধ ছিল। এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।
২ বছর আগে
মাগুরায় বাস-ট্রাক সংঘর্ষে সেনা সদস্য নিহত, আহত ১৫
মাগুরায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে কমপক্ষে ১৫ জন।
রবিবার সকালে মাগুরা-যশোর সড়কের কাটাখালী শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত আবু হানিফ (৬০) যশোর জেলার পৌর এলাকার মৃত মোহাম্মদ আবদুল গনির ছেলে ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য।
আর পড়ুন: নওগাঁয় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪
মাগুরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সেলিম জানান, একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাগুরাগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় বাসযাত্রী আবু হানিফের ঘটনাস্থলেই নিহত হন। এঘটনায় আহত হন প্রায় ১৫ জন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর বাস ও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।
আরও পড়ুন: ময়মনসিংহে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ১৬
এ ঘটনা মাগুরা থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন জানান, আহতদের মধ্যে পাঁচ জনকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ বছর আগে
বাস-ট্রাক সংঘর্ষে বাগেরহাটে নিহত ৩
বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই বছরের শিশুসহ তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের উপজেলার পালেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শুকুরহাটা গ্রামের আজগর আলীর ছেলে বাসচালক আব্দুল্লাহ শেখ (৪১), বাগেরহাট সদরের দরগা এলাকার রুস্তম আলী হাওলাদারের ছেলে ট্রাক চালক জালাল হাওলাদার (৪০) ও টাঙ্গাইলের মানিকগঞ্জ এলাকার মাসুদ শেখের ছেলে বাসযাত্রী শিশু আইয়াস শেখ (২)।
আরও পড়ুন: নওগাঁয় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪
তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।
মোল্লাহাট হাইওয়ে থানার ইনচার্জ শেখ আবুল হাসান জানান, বাগেরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস খুলনা-মাওয়া মহাসড়কের উপজেলার পালেরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বোতলজাত পানি বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই চালক ও বাসযাত্রী শিশুটি নিহত হয়। এসময় নিহত শিশুটির মা ও বাবাসহ চার জন গুরুতর আহত হন।
আরও পড়ুন: ময়মনসিংহে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ১৬
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো. গোলাম সরোয়ার জানান, খবর পেয়ে তারা দ্রুত উদ্ধার কাজে ছুটে আসেন।
২ বছর আগে