সোমবার দুপুর আড়াইটার দিকে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ উপজেলার পচিশ মাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দিনাজপুর জেলার কাহারোল উপজেলার দেবীপুর গ্রামের আব্দুল গনীর ছেলে আবুল হোসেন (৫০), তার স্ত্রী আসমা বেগম (৪৫), একই গ্রামের সোহান হোসেনের মেয়ে লামিয়া (৮) ও আতিয়ার রহমানের স্ত্রী নার্গিস আক্তার (৩৫), বীরগঞ্জ উপজেলার ভাবকী গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী নাসরিন বেগম (৫০) ও তার মেয়ে রুপা (৮)।
নিহতরা সকলে একে অপরের আত্মীয়। ভ্যানে করে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ২৫ মাইল বাজারে পঞ্চগড়মুখী একটি বিআরটিসির বাসের চাকা পাংচার হলে চলন্ত চার্জার ভ্যানকে পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে নেয়ার পথে একজন মারা যান। এছাড়াও চার্জার ভ্যানের অপর দুজন আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বিআরটিসি বাসটি চার্জার ভ্যানকে চাপা দিয়ে রাস্তার পাশে একটি গাছকে ধাক্কা দেয়। বিকাল সাড়ে ৪ টায় দুর্ঘটনাকবলিত বাসটি ও যাত্রীদের উদ্ধার করা হয়েছে।
দূর্ঘটনার পর থেকেই ওই এলাকায় একটি গতি নিয়ন্ত্রক (স্পীড ব্রেকার) নির্মাণের দাবিতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয় স্থানীয়রা।
পুলিশ স্থানীয়দের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে আবারও যান চলাচল শুরু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান জানান, দুর্ঘটনার পর এখন পর্যন্ত ছয়জন নিহত হয়েছে। আহত দুজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।