বাসচাপায় নিহত
গাজীপুরে বাসচাপায় নিহত ২
গাজীপুরের কালীগঞ্জে বাসের চাপায় একটি অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও এক নারী।
বৃহস্পতিবার (৬ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের নলছাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মারুফ আহমেদ বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে চলনবিল পরিবহনের একটি বাস টঙ্গীর দিকে যাচ্ছিল। বাসটি বাইপাস সড়কের নলছাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক নিহত ও দুইজন গুরুতর আহত হন।’
তিনি বলেন, ‘আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর সেখানে এক যাত্রীর মৃত্যু হয়।’
তিনি জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। গুরুতর আহত অপরজনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে ওয়াগন ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
৫৮৪ দিন আগে
শার্শায় বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত
যশোরের শার্শায় বাসচাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
সোমবার বিকাল ৫টার দিকে যশোরের নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের শার্শা উপজেলার হাড়িখালী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত নুর ইসলাম মিঠু (৪০) ঝিকরগাছা উপজেলার কাউরিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে। নুর ইসলাম মিঠু পেশায় একজন সহকারী ঠিকাদার।
নাভারণ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরগামী একটি যাত্রীবাহী বাস হাড়িখালি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল চালক একটি রিকশাভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে ধাক্কা খায়। এতে মটরসাইকেলচালক নুর ইসলাম মিঠু মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি বলেন, লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও তার সহকারী ঘটনার পরপরই পালিয়ে যায়।
আরও পড়ুন: শার্শা সীমান্তে ৬২ স্বর্ণের বার জব্দ, আটক ২
শার্শায় ভ্যানচালককে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ
১১০৪ দিন আগে
সিলেটে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
জেলার ওসমানীনগরে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
১৯৭৭ দিন আগে
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও মা-মেয়েসহ নিহত ৬
দিনাজপুর, ০৬ জুলাই (ইউএনবি)- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বিআরটিসি বাসের চাপায় চার্জার ভ্যানের ৬ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২০১৫ দিন আগে