দুর্নীতির অভিযোগে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৫নং ঝিনাইগাতি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের বিষয়টি জানা গেছে।
বৃহস্পতিবার শেরপুর কালেক্টরেটের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এটিএম জিয়াউল ইসলাম ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: গোয়ালন্দে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম: আ’লীগ নেতা আটক
তিনি জানান, এ সংক্রান্ত ১ জুন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় তদন্তে ইউপি চেয়ারম্যান মোফাজ্জাল হোসেন চাঁনের দুর্নীতি প্রমাণিত হওয়ায় তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয়। তাই তাকে বরখাস্ত করা হয়েছে।
এছাড়া সাময়িক বরখাস্ত হওয়া ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁনকে কেন চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে না-সে বিষয়ে মন্ত্রণালয় থেকে শোকজ করা হবে। তার জবাব সন্তোষজনক না হলে তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ৫নং ঝিনাইগাতী সদরইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন চাঁন বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করেছেন। এসব অর্থ বিধি বহির্ভূতভাবে উত্তোলন করে আত্মসাতের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪ (১) অনুযায়ী ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁনকে তাঁর স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়।
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা সত্য নয়। ঊর্ধ্বতন একটি মহলের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আমার মতবিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরেই উদ্দেশ্যমূলকভাবে আমার বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের দিয়ে তদন্ত কমিটি করে বরখাস্ত করা হয়েছে।
আরও পড়ুুন: তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু তুলছেন ইউপি চেয়ারম্যান!
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ জানান, সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন সাময়িক বরখাস্ত হওয়ায় প্যানেল চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হচ্ছে।