ইউপি চেয়ারম্যান বরখাস্ত
ঘরের বিনিময়ে অর্থ আদায়ের অভিযোগে চেয়ারম্যান বরখাস্ত
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের ঘর দেয়ার বিনিময়ে টাকা নেয়ার অভিযোগে ৩নং সগুনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিএম আব্দুল্লাহেল বাকীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
আরও পড়ুন: কিশোরীকে বিয়ে করা সেই চেয়ারম্যানের বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিত
তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাউল করিম জানান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, ইউপি-১ শাখার উপ-সচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত এক পত্রে ইউপি চেয়ারম্যান টিএম আব্দুল্লাহেল বাকীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, উক্ত ৩নং সগুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিএম আব্দুল্লাহেল বাকী কর্তৃক সংঘঠিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী উল্লেখিত ইউপি চেয়ারম্যানকে তার স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সেই সাথে স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে কারণ দর্শানোর চিঠিও দেয়া হয়েছে।
আরও পড়ুন: সালিশে গিয়ে কিশোরীকে বিয়ে: সেই চেয়ারম্যানের বিরুদ্ধে এবার মামলা
তবে এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান টিএম আব্দুল্লাহেল বাকী জানান, সাময়িক বরখাস্তের কোনও চিঠি এখনও তিনি পাননি।
১৫৮৪ দিন আগে
দুর্নীতি প্রমাণিত হওয়ায় শেরপুরে ইউপি চেয়ারম্যান বরখাস্ত
দুর্নীতির অভিযোগে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৫নং ঝিনাইগাতি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের বিষয়টি জানা গেছে।
বৃহস্পতিবার শেরপুর কালেক্টরেটের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এটিএম জিয়াউল ইসলাম ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: গোয়ালন্দে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম: আ’লীগ নেতা আটক
তিনি জানান, এ সংক্রান্ত ১ জুন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় তদন্তে ইউপি চেয়ারম্যান মোফাজ্জাল হোসেন চাঁনের দুর্নীতি প্রমাণিত হওয়ায় তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয়। তাই তাকে বরখাস্ত করা হয়েছে।
এছাড়া সাময়িক বরখাস্ত হওয়া ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁনকে কেন চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে না-সে বিষয়ে মন্ত্রণালয় থেকে শোকজ করা হবে। তার জবাব সন্তোষজনক না হলে তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ৫নং ঝিনাইগাতী সদরইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন চাঁন বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করেছেন। এসব অর্থ বিধি বহির্ভূতভাবে উত্তোলন করে আত্মসাতের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪ (১) অনুযায়ী ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁনকে তাঁর স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়।
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা সত্য নয়। ঊর্ধ্বতন একটি মহলের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আমার মতবিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরেই উদ্দেশ্যমূলকভাবে আমার বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের দিয়ে তদন্ত কমিটি করে বরখাস্ত করা হয়েছে।
আরও পড়ুুন: তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু তুলছেন ইউপি চেয়ারম্যান!
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ জানান, সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন সাময়িক বরখাস্ত হওয়ায় প্যানেল চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হচ্ছে।
১৬৬২ দিন আগে
চাঁদাবাজির অভিযোগে সাভারে ইউপি চেয়ারম্যান বরখাস্ত
সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান সুজনকে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
১৮৯১ দিন আগে
নওগাঁয় চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত
নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১৯১৭ দিন আগে
ভিজিএফের চাল আত্মসাৎ: মাগুরায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত
ভিজিএফ প্রকল্পের চাল আত্মসাৎ ও দুর্নীতির দায়ে মাগুরার তালখড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজউদ্দিন মন্ডলকে বৃহস্পতিবার বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
১৯৮৩ দিন আগে
নড়াইলে ত্রাণের চাল আত্মসাতের মামলায় ২ ইউপি চেয়ারম্যান বরখাস্ত
কালিয়া উপজেলায় ভিজিডি ও জিআরের চাল আত্মসাৎ মামলায় বৃহস্পতিবার দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।
২০৬৭ দিন আগে
নাটোরে কৃষক নির্যাতনকারী ইউপি চেয়ারম্যান বরখাস্ত
নাটোরের লালপুরে ত্রাণ চাওয়ায় কৃষক নির্যাতনকারী ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার ও সদস্য রেজাকে রবিবার বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
২০৭২ দিন আগে