করোনা সচেতনতায় পরিবেশ দূষণমুক্ত রাখতে শনিবার রাঙামাটি শহরে জীবাণুনাশক ছিটিয়েছে সেনাবাহিনী।
মেজর মহিউদ্দিন ফারুকী বলেন, সেনাবাহিনীর নিজস্ব পানির গাড়ি ও পিকআপ দিয়ে সেনাসদস্যরা শহরের ভেদভেদী থেকে শুরু করে কলেজ গেইট, বনরুপা, রিজার্ভ বাজার ও তবলছড়িতে শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনাসহ রাঙামাটি মেডিকেল কলেজের আশপাশে জীবাণুনাশক ওষুধ দিয়ে পানি ছিটিয়েছেন।
সেনাবাহিনী করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক এসব কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান তিনি।
এছাড়া, যারা দিনমজুর ও ঘর থেকে বের হতে পারছেন না এমন অসহায়দের মধ্যে শুকনা খাবার চিড়া, মুড়ি, বিস্কুট ও নুডুলস বিতরণ করেছে সেনাবাহিনী।
মেজর মহিউদ্দিন বলেন, করোনা প্রতিরোধে জনগণকে সচেতন করতে জেলা প্রশাসনের সাথে প্রতিদিন মাঠে কাজ করছেন রাঙামাটি রিজিয়নের সেনাসদস্যরা। সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় জনগণের পাশে আছে সেনাবাহিনী।