শনিবার সকালে কাতার থেকে ফেরার পর বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমন আলী।
তিনি বলেন, ‘কাতার থেকে আসা পুলিশের তালিকাভুক্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি সরোয়ারকে আটক করা হয়েছে। তিনি শীর্ষ সন্ত্রাসী কি না জানি না। বিষয়টি সিএমপির বায়োজিদ থানা জানবে।’
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বায়োজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, ‘সরোয়ারের বিরোধ খুন, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ অন্তত ১০-১২টি মামলা রয়েছে। শুনেছি দুই মাস আগে অপর সহযোগী শীর্ষ সন্ত্রাসী ম্যাক্সনের সাথে মারামারির ঘটনায় কাতার পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল।’
উল্লেখ্য, ২০১১ সালের ১১ জুলাই নগরীর বায়েজিদ বোস্তামি এলাকা থেকে একে-৪৭ রাইফেল ও অন্যান্য অস্ত্রসহ সন্ত্রাসী ম্যাক্সন ও সারোয়ারকে আটক করে পুলিশ। পরে তারা আদালত থেকে জামিনে বেরিয়ে কাতার চলে যান।