বৃহস্পতিবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানোর এক দিন পর তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নওগাঁ শহরে আতঙ্ক দেখা দিয়েছে।
নওগাঁর জেলা প্রশাসক মো. হারুন অর রশিদ জানান, শহরের চকদেব জনকল্যাণ পাড়া বি ব্লক এলাকার বাসিন্দা মাহবুব আলম গত ১৫ এপ্রিল ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন। তার শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে ১৬ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এরই মধ্যে শুক্রবার সকালে তিনি মানা যান।
এ ঘটনার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই ব্যক্তির পরিবারের সবার হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে।
এছাড়া মৃত ব্যক্তির লাশ ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে জেলা প্রশাসনের উদ্যোগে দাফন করার ব্যবস্থা করা হয়েছে।
মাহবুব আলম আগে থেকেই শ্বাসকষ্ট ও হৃদরোগে ভুগছিলেন বলে জানিয়েছেন নওগাঁর সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল।
নওগাঁ সিভিল সার্জনের কন্ট্রোলরুম সুত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় এ জেলার ১০টি উপজেলায় নতুন করে আরও ১৯২ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
তবে নওগাঁয় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি।