পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন নতুন বছরে একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতিপূর্ণ বাংলাদেশের প্রত্যাশা করেছেন।
শুক্রবার পহেলা বৈশাখ উপলক্ষে সিলেটে মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি বলেন, ‘এই নতুন বছর হবে সম্প্রীতি ও সহনশীলতার। কাদা ছোঁড়াছুঁড়ি বন্ধ করে আমরা একটি সুন্দর বাংলাদেশ অর্জন করব।’
আসন্ন সাধারণ নির্বাচন প্রসঙ্গে মোমেন বলেন, ‘সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। তবে এটা শুধু সরকারের দায়িত্ব নয়। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা জনগণ ও সকল রাজনৈতিক দলের দায়িত্ব।’
সকাল ৯টায় জেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে সিলেটে বাংলা নববর্ষ উদযাপন শুরু হয়। এ সময় সিলেটের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এছাড়া সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, শ্রুতি সিলেট, আনন্দলোক, চরণ সাংস্কৃতিক কেন্দ্র, পাঠশালা, শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করছে।
আরও পড়ুন: নববর্ষ ও ঈদকে সামনে রেখে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতপল্লী