নবাবগঞ্জে নাজমুল হোসেন অন্তর নামে এক সাংবাদিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের রাহুৎহাটি সেতুতে এ ঘটনা ঘটে।
নাজমুল হোসেন অন্তর নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের খানেপুর গ্রামের বাসিন্দা। তিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নবাবগঞ্জ প্রতিনিধি ও দৈনিক আমাদের সময় পত্রিকার দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি।
আহত নাজমুল জানান, দোহার থেকে নিজের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। পথে মুখোশধারী দুই ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে তার ওপর হামলা চালায়। এ সময় মোটরসাইকেল ফেলে দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হরোগবিন্দ সরকার বলেন, নাজমুলের ডান হাত ও পায়ে ধারালো অস্ত্রের গুরুতর জখম হওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমরা তার উন্নত চিকিসার জন্য রাতেই তাকে জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে পাঠিয়েছি। আজ (রবিবার) দুপুর দেড়টায় তার হাতে ও পায়ে অস্ত্রোপচার করা হয়েছে বলে জেনেছি।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে মাইক্রোবাসচাপায় নারী নিহত, চালক আটক
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয়দের সহায়তায় একই ইউনিয়নের দেওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ইছামতি নদীর পাড় থেকে নাজমুলের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। তবে তার মোবাইলটি এখনও পাওয়া যায়নি। তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।
এ ব্যাপারে রবিবার দুপুরে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে নবাবগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান ওসি মমিনুল।