নরসিংদীর রায়পুরায় স্ত্রীর শাবলের আঘাতে স্বামীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মহিষমারায় ঘটনাটি ঘটে।
নিহত আবুল কাসেম একই এলাকার মৃত বারেক মিয়ার ছেলে এবং নরসিংদীর রায়পুরায় বাসিন্দা তার স্ত্রী পাপিয়া সুলতানা রুমা।
প্রত্যক্ষদর্শীরা জানান, পারিবারিক কাজের বিষয়ে পাপিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয় তার স্বামীর। এর একপর্যায়ে স্ত্রী তার স্বামীর মাথায় শাবল দিয়ে একাধিক আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘাতক স্ত্রীর ভাষ্যমতে, তিনি তার স্বামীর মাথায় শাবল দিয়ে একাধিক আঘাত করেন, অতপর স্বামী মাটিতে লুটিয়ে পড়েন। এরপর স্থানীয় পল্লী চিকিৎসক ঘটনাস্থলে এসে তাকে মৃত ঘোষণা করেন।
রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) শফিউল্লাহ বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্ত্রীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়া চলছে।’