রবিবার দুপুর ১২ টায় শহরের ট্রাফিক পয়েন্টে ফেস্টুনে লেখা ‘নরসিংদীর তিন সাংবাদিকের মুক্তি চাই’ শিরোনামে প্রতিবাদ জানান দৈনিক খোলাকাগজ ও সিলেট ভিউ'র জেলা প্রতিনিধি শহীদনূর আহমেদ।
প্রায় ঘণ্টা সময় দাঁড়িয়ে জেলার সাংবাদিক সমাজের পক্ষ থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের বাতিলের দাবি জানিয়ে ওই সাংবাদিক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকতার পরিপন্থী। বস্তুনিষ্ট সংবাদ প্রচার করতে গিয়ে সাংবাদিকরা এই আইনের অপপ্রয়োগের শিকার হন।
নরসিংদীর তিন সাংবাদিক ভোক্তভোগী পরিবারের দাবির প্রেক্ষিতে সংবাদ প্রকাশ করে পুলিশের রোষানলে পড়েছেন বলেও দাবি করেন তিনি।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গত ১ মে গ্রেপ্তার হন নরসিংদীর দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার বার্তা সম্পাদক রমজান আলী প্রামাণিক (৬৫), সাংবাদিক শান্ত বণিক (৩৫) এবং অনলাইন পোর্টাল নরসিংদী প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক এবং দৈনিক খোলা কাগজের নরসিংদী জেলা প্রতিনিধি খন্দকার শাহিন (৩২) হন।