নাটোরের বাগাতিপাড়া থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ২ জনকে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে স্কুলছাত্রীকে উদ্ধার করা হয় এবং তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- অন্তর আহমেদ (১৯) ও তার বাবা আতাহার আলী (৪৫)।
নাটোর র্যাব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সনজয় কুমার সরকার জানান, প্রেমের প্রস্তাবে প্রত্যাক্ষাত হয়ে ৮ ফেব্রুয়ারি বাগাতিপাড়া উপজেলার রহিমানপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় অপহরণ করে অন্তর ও তার সহযোগীরা।
তিনি বলেন, এ ঘটনায় মামলা হলে বাদী পক্ষের আবেদনের প্রেক্ষিতে অভিযানে নামে র্যাব। গোপন তথ্যের ভিত্তিতে গত রাতে নাটোর শহরের বড় হরিশপুর এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয় ওই ছাত্রীকে। সেখান থেকে গ্রেপ্তার করা হয় বাবা-ছেলেকে।
তাদেরকে বাগাতিপাড়া থানায় হস্তান্তর করা হবে বলে জানান এএসপি।
আরও পড়ুন: নাটোর বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান