নাটোরের লালপুরে ত্রাণ চাওয়ায় কৃষক নির্যাতনকারী ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার ও সদস্য রেজাকে রবিবার বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
সরকারের বিশেষ পরিসেবা ৩৩৩-এ ফোন দিয়ে ত্রাণ চাওয়ায় ১২ এপ্রিল নাটোরের লালপুর উপজেলার অর্জুনপুর-বরমহাটী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তার, ইউপি সদস্য রেজা ও কর্মচারী রুবেলকে সাথে নিয়ে কৃষক শহিদুল ইসলামকে নির্যাতন করে।
গত ১৭ এপ্রিল পাবনার ঈশ্বরদী থেকে চেয়ারম্যান আব্দুস সাত্তারকে আটক করে পুলিশ। তবে বরখাস্ত হওয়া মেম্বারসহ অপর দুজন পলাতক রয়েছে।
এ ব্যাপারে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানিন দ্যুতি জানান, তিনি এখনও এ সংক্রান্ত কোনো চিঠি পাননি।
তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহামুদুল হাসান ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।