নাটোরের লালপুরে কৃষকের কাছ থেকে ধান ক্রয়ে দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন।
শুক্রবার দুপুরে লালপুর উপজেলার গোপালপুর রেলগেট এলাকার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ২০১৯-২০ অর্থ বছরে লালপুরের ১০টি ইউনিয়নের কৃষকের কাছ থেকে ৯১২ মেট্রিক টন আমন ধান ক্রয়ের জন্য লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়। এরপরই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েদ কবীর নির্বাচিত কৃষকের কাছে গিয়ে ৫০০ টাকার বিনিময়ে এনআইডি ও কৃষক কার্ড সংগ্রহ করে ৪৫০ মেট্রিক টন ধান নিজেই গুদামজাত করে টাকা উত্তোলন করে নেন।
সংবাদ সম্মেলনে বঞ্চিত বেশ কয়েকজন কৃষক প্রতারণার কথা তুলে ধরেন।
তবে গুদাম কর্মকর্তা জুনায়েদ কবীর তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।