চীন, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশ থেকে নাটোরে আসা ১১ জনকে হোম কোয়ারেন্টাইনে (রোগ সংক্রমণ রোধের জন্য পৃথক রাখার ব্যবস্থা) রাখা হয়েছে।
শনিবার দুপুরে নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘তাদের মধ্যে নয়জন নাটোর সদর, একজন নলডাঙ্গা ও অপরজন বড়াইগ্রাম উপজেলার বাসিন্দা। এদের কারও মধ্যেই করোনাভাইরাসের লক্ষণ দেখা যায়নি।’
করোনা মোকাবিলায় সদর হাসপাতালসহ একাধিক স্থানে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে জানিয়ে সিভিল সার্জন এ ব্যাপারে কাউকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন।