নাটোর, ০৬ অক্টোবর (ইউএনবি)- নাটোরের বড়াইগ্রামে বেসরকারি একটি হাসপাতালে ভুল অস্ত্রোপচারে গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় হাসপাতাল মালিকের পিতা আকছেদ আলীকে আটক করেছে প্রশাসন। পরে হাসপাতালটি সিলগালা করে দেয়া হয়।
মৃত সুমাইয়া খাতুন বড়াইগ্রাম উপজেলার রামেশ্বরপুর গ্রামের বাসিন্দা।
বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, পেটে ব্যাথা নিয়ে সুমাইয়া খাতুনকে শনিবার সন্ধ্যায় উপজেলার বনপাড়া এলাকার হেল্থ কেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করে তার পরিবার। অ্যাপেন্ডিসের রোগী হিসেবে রাতেই অপারেশন করেন ওই হাসপাতালের চিকিৎসক ডা. সামিরা তাবাসসুম সাথী। কিন্তু অপারেশনে ত্রুটির কারণে ভোরে মারা যান সুমাইয়া।
এতে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ক্ষুদ্ধ হয়ে উঠলে পালিয়ে যায় চিকিৎসক ও হাসপাতালের লোকজন, জানান তিনি।