ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রস্তুতি সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করায় দেওয়ানবাগ শরীফে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) ফজরের নামাজের পর মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এই হামলা চালায় বলে অভিযোগ দরবার শরীফের অনুসারীদের।
আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপির ৫ নেতার বাড়িতে হামলা, অগ্নিসংযোগ
স্থানীয়রা জানায়, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রস্তুতি সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করায় দেওয়ানবাগ শরীফে ভাঙচুর, লুটপাট করে আগুন লাগিয়ে দেওয় হয়। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নেভায় এবং বন্দর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।