নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ: স্বামীর পর না ফেরার দেশে দগ্ধ স্ত্রী
নারায়ণগঞ্জের সোনারগাঁও বিসিক শিল্পাঞ্চলে গ্যাস বিস্ফোরণে দগ্ধ বাচা চৌধুরী (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে একই ঘটনায় তার স্বামী মানব চৌধুরীও মারা যান। এ নিয়ে এই বিস্ফোরণে মৃতের সংখ্যা দাঁড়াল দুইজনে।
রোববার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বাচা চৌধুরীর মারা যান।
তিনি সুনামগঞ্জ জেলার সুলা থানার বলরামপুর গ্রামের ননীগোপাল মজুমদারের মেয়ে। পরিবার নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাচপুর বিসিক শিল্পাঞ্চলের তিন নম্বর গলির একটি তিনতলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন বাচা- মানব দম্পতি।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, বাচা চৌধুরীর শরীরে ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। রোববার রাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে গতকাল তার স্বামী মানব চৌধুরী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
আরও পড়ুন: সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণে এক পরিবারের ৫ জন দগ্ধ
তিনি আরও জানান, দম্পতির তিন মেয়ে— মুন্নি (১৪), তিন্নি (১২) ও মৌরি (৬)—এই বিস্ফোরণে দগ্ধ হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে মুন্নির শরীরের ২৮ শতাংশ, তিন্নির ২২ শতাংশ এবং ছোট মেয়ে মৌরির ৩৬ শতাংশ পুড়ে গেছে।
গত ৪ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫টার দিকে বাসায় গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন।
১০৫ দিন আগে
নারায়ণগঞ্জে গ্যাস লাইনের বিস্ফোরণে নারী-শিশুসহ ৯ জন দগ্ধ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইনের বিস্ফোরণে নারী ও শিশুসহ দুই পরিবারের নয়জন দগ্ধ হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) মধ্যরাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন হিরাজিল গ্রামে একটি বাড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন— দিনমজুর তানজিল ইসলাম (৪০), তার স্ত্রী আসমা বেগম (৩৫) এবং তাদের সন্তান তৃষা আক্তার (১৭) ও আরাফাত (১৫); অন্যদিকে আরও এক পরিবারের দিনমজুর হাসান (৩৫), তার স্ত্রী সালমা বেগম (৩২) এবং তাদের তিন সন্তান—মুনতাহা (১১), জান্নাত (৪) এবং ইমাম উদ্দিন (১ মাস)।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের (ভারপ্রাপ্ত) আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, আজ (শনিবার) মধ্যরাতের দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে নারী ও শিশুসহ মোট নয়জনকে দগ্ধ অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে হাসানের শরীরের ৪৪ শতাংশ দগ্ধ, জান্নাতের শরীরের ৪০ শতাংশ দগ্ধ, মুনতাহার শরীরের ৩৭ শতাংশ দগ্ধ, সালমার শরীরের ৪৮ শতাংশ দগ্ধ, ইমাম উদ্দিনের শরীরের ৩০ শতাংশ দগ্ধ, আরাফাতের শরীরের ১৫ শতাংশ দগ্ধ, তৃষা আক্তারের শরীরের ৫৩ শতাংশ দগ্ধ, আসমার শরীরের ৪৮ শতাংশ দগ্ধ হয়েছে। এ সময় তানজিল ইসলাম নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা দগ্ধ হাসানের ছোট ভাই রকিবুল বলেন, ‘আমার বড় ভাই ও তার ভায়রা ভাই দিনমজুরের কাজ করতো। তারা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার আধা সেমি পাকা একটি বাসায় দুই পরিবার নিয়ে বসবাস করেন। রাতে তাদের ঘরে লাইনের গ্যাস থেকে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমার ভাই, ভাবি ও তাদের শিশু সন্তান এবং আমার বিয়াইয়ের স্ত্রী ও সন্তানসহ মোট নয়জন দগ্ধ হয়। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।’
১২১ দিন আগে
নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে কিশোর নিহত, আটক ২
সিদ্ধিরগঞ্জে তুচ্ছ বিষয়ে কথাকাটাকাটির এ পর্যায়ে ছুরিকাঘাতে ইয়াছিন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় দুই কিশোরকে আটক করেছে পুলিশ।
শনিবার (৪ মে) দিবাগত রাত ১১টার দিকে কুতুবপুর লাকি বাজার সংলগ্ন ক্যানালপাড় সড়কে এ ঘটনা ঘটে। ইয়াসিন ময়মনসিংহের নান্দাইল থানার বরুয়া গ্রামের মো. শহিদুলের ছেলে।
আরও পড়ুন: সিলেটে এপ্রিলে ২৯ সড়ক দুর্ঘটনায় নিহত ৩০, আহত ৪২
স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার সীমান্ত এলাকায় ক্যানালপাড় সড়কে একদল কিশোরের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে কয়েকজন কিশোর ইয়াসিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, ‘এ ঘটনায় জড়িত সন্দেহে রমজান ও সানি নামে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘তদন্ত করে বিস্তারিত জানানো হবে।’
২৩২ দিন আগে
নারায়ণগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মঞ্জু টেক্সটাইল মিলে গ্যাসলাইন বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। আহতদের তিনজনের শ্বাসনালি পুড়ে যাওয়ায় অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (১ মে) এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা হলেন— হিসাব বিভাগে কর্মরত সাইফুল ইসলাম (২০), নিরাপত্তাকর্মী মো. হান্নান (৫২), নিরাপত্তাকর্মী মো. কবির (৪৫) এবং সাইফুল নামে আরেকজন।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মো. ফারুক আহমেদ বলেন, ‘কাজীপাড়া এলাকায় মঞ্জু টেক্সটাইল মিলে চারজনই কর্মরত ছিলেন। হঠাৎ মিলের ভেতর গ্যাসলাইন থেকে বিস্ফোরণে তারা দগ্ধ হন।’
আরও পড়ুন: হবিগঞ্জে কারখানার গ্যাসলাইন বিস্ফোরণে নিহত ৪
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, ‘দগ্ধদের মধ্যে একজনের দুই শতাংশ দগ্ধ হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি তিনজনের একজনের ৫৩ শতাংশ, ৪০ শতাংশ ও ৩৪ শতাংশ দগ্ধ হয়েছে।’
তাদের মধ্যে তিনজনের শ্বাসনালি পুড়ে যাওয়ায় অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
২৩৪ দিন আগে
নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৮
নারায়ণগঞ্জের ঢাকেশ্বরী ২ নম্বর এলাকায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৮ জন দগ্ধ হয়েছেন।
রবিবার (২ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: সাভারে স্টিম বুসার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত
স্থানীয়রা জানায়, দিবাগত রাত ৩টার দিকে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত ৮ জন দগ্ধ হলে তাদের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, ‘নারায়ণগঞ্জের ঢাকেশ্বরী থেকে দগ্ধ অবস্থায় ৮ জনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। তবে অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক।’
২৯৪ দিন আগে
নারায়ণগঞ্জ ও কুষ্টিয়ায় নতুন ডিসি
নারায়ণগঞ্জ ও কুষ্টিয়ায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (৩০ ডিসেম্বর) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর মধ্যে কুষ্টিয়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে গাজীপুর সিটি করপোরেশনের সচিব (উপসচিব) শামীম আরা রিনিকে কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
৩৫৭ দিন আগে
নারায়ণগঞ্জে স্পিনিং মিলে অগ্নিকাণ্ড
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সুতা তৈরির কারখানায জাহিন স্পিনিং মিলে অগ্নিকাণ্ড হয়েছে।
সোমবার(১৬ ডিসেম্বর) রাত ১০টা ৮ মিনিটে উপজেলার ঝাউগড়া এলাকার মিলটিতে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
আরও পড়ুন: মৌলভীবাজার অগ্নিকাণ্ডে দুই নারীর মৃত্যু
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
আরও পড়ুন: ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ১ জনের মৃত্যু
৩৭০ দিন আগে
নারায়ণগঞ্জে টিস্যুর গুদামে আগুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাটে একটি টিস্যু তৈরির কারখানার গুদামে আগুন লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, ভোর ৫টা ১০ মিনিটে ফ্রেশ টিস্যু পেপারের গোডাউনে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
আরও পড়ুন: সাবেক মন্ত্রী মায়া চৌধুরীর বাড়িতে আগুন
৩৯৯ দিন আগে
নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুইজনের মৃত্যু
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ডরগাঁওয়ের একটি বাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজের গ্যাস থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দগ্ধ দুই জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায়
সোহেল (২০) ও ইসমাইল (১৬) মারা যান।
আরও পড়ুন: ঢাকার শ্যামপুরে বিস্ফোরণে তিনজন দগ্ধ
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো. তরিকুল ইসলাম জানান, সোহেলের শরীরের ৭০ শতাংশ এবং ইসমাইলের শরীরের ৫৫ ভাগ পুড়ে গেছে।
এর আগে শুক্রবার(২৫ অক্টোবর) ওই বাড়িতে গ্যাস লিকেজ থেকে আগুন লেগে ছয়জন আহত হন।
আহতরা হলেন- মোহাম্মদ আবুল (৪৭), তার স্ত্রী শেলী (৩৬), মুন্নি (২০) ও তাসলিমা (১৩)।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬
৪১৯ দিন আগে
নারায়ণগঞ্জের বন্দরে দেওয়ানবাগ শরীফে লুটপাট ও অগ্নিসংযোগ
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রস্তুতি সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করায় দেওয়ানবাগ শরীফে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) ফজরের নামাজের পর মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এই হামলা চালায় বলে অভিযোগ দরবার শরীফের অনুসারীদের।
আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপির ৫ নেতার বাড়িতে হামলা, অগ্নিসংযোগ
স্থানীয়রা জানায়, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রস্তুতি সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করায় দেওয়ানবাগ শরীফে ভাঙচুর, লুটপাট করে আগুন লাগিয়ে দেওয় হয়। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নেভায় এবং বন্দর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: যশোরে ইউপি সদস্যের ঘরে অগ্নিসংযোগ, শিশুসহ দগ্ধ ৪
৪৭২ দিন আগে