নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৮
নারায়ণগঞ্জের ঢাকেশ্বরী ২ নম্বর এলাকায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৮ জন দগ্ধ হয়েছেন।
রবিবার (২ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: সাভারে স্টিম বুসার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত
স্থানীয়রা জানায়, দিবাগত রাত ৩টার দিকে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত ৮ জন দগ্ধ হলে তাদের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, ‘নারায়ণগঞ্জের ঢাকেশ্বরী থেকে দগ্ধ অবস্থায় ৮ জনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। তবে অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক।’
৪৫ দিন আগে
নারায়ণগঞ্জ ও কুষ্টিয়ায় নতুন ডিসি
নারায়ণগঞ্জ ও কুষ্টিয়ায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (৩০ ডিসেম্বর) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর মধ্যে কুষ্টিয়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে গাজীপুর সিটি করপোরেশনের সচিব (উপসচিব) শামীম আরা রিনিকে কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
১০৭ দিন আগে
নারায়ণগঞ্জে স্পিনিং মিলে অগ্নিকাণ্ড
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সুতা তৈরির কারখানায জাহিন স্পিনিং মিলে অগ্নিকাণ্ড হয়েছে।
সোমবার(১৬ ডিসেম্বর) রাত ১০টা ৮ মিনিটে উপজেলার ঝাউগড়া এলাকার মিলটিতে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
আরও পড়ুন: মৌলভীবাজার অগ্নিকাণ্ডে দুই নারীর মৃত্যু
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
আরও পড়ুন: ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ১ জনের মৃত্যু
১২১ দিন আগে
নারায়ণগঞ্জে টিস্যুর গুদামে আগুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাটে একটি টিস্যু তৈরির কারখানার গুদামে আগুন লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, ভোর ৫টা ১০ মিনিটে ফ্রেশ টিস্যু পেপারের গোডাউনে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
আরও পড়ুন: সাবেক মন্ত্রী মায়া চৌধুরীর বাড়িতে আগুন
১৫০ দিন আগে
নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুইজনের মৃত্যু
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ডরগাঁওয়ের একটি বাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজের গ্যাস থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দগ্ধ দুই জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায়
সোহেল (২০) ও ইসমাইল (১৬) মারা যান।
আরও পড়ুন: ঢাকার শ্যামপুরে বিস্ফোরণে তিনজন দগ্ধ
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো. তরিকুল ইসলাম জানান, সোহেলের শরীরের ৭০ শতাংশ এবং ইসমাইলের শরীরের ৫৫ ভাগ পুড়ে গেছে।
এর আগে শুক্রবার(২৫ অক্টোবর) ওই বাড়িতে গ্যাস লিকেজ থেকে আগুন লেগে ছয়জন আহত হন।
আহতরা হলেন- মোহাম্মদ আবুল (৪৭), তার স্ত্রী শেলী (৩৬), মুন্নি (২০) ও তাসলিমা (১৩)।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬
১৬৯ দিন আগে
নারায়ণগঞ্জের বন্দরে দেওয়ানবাগ শরীফে লুটপাট ও অগ্নিসংযোগ
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রস্তুতি সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করায় দেওয়ানবাগ শরীফে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) ফজরের নামাজের পর মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এই হামলা চালায় বলে অভিযোগ দরবার শরীফের অনুসারীদের।
আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপির ৫ নেতার বাড়িতে হামলা, অগ্নিসংযোগ
স্থানীয়রা জানায়, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রস্তুতি সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করায় দেওয়ানবাগ শরীফে ভাঙচুর, লুটপাট করে আগুন লাগিয়ে দেওয় হয়। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নেভায় এবং বন্দর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: যশোরে ইউপি সদস্যের ঘরে অগ্নিসংযোগ, শিশুসহ দগ্ধ ৪
২২২ দিন আগে
নারায়ণগঞ্জে পশুবাহী গাড়িতে চাঁদাবাজির অভিযোগে ৫ পুলিশ বরখাস্ত
যে কোনো ধরনের অপরাধের সঙ্গে বাংলাদেশ পুলিশের কোনো সদস্য জড়িত থাকলে তার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
গত বৃহস্পতিবার(১৩ জুন) নারায়ণগঞ্জ জেলার পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শনিবার(১৫ জুন) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
আরও পড়ুন: সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোরবানির পশুবাহী যানবাহন থামানো যাবে না: আইজিপি
একটি বেসরকারি টিভি চ্যানেলে কোরবানির পশুবাহী গাড়ি থেকে কয়েকজন পুলিশ সদস্যের চাঁদা আদায়ের খবর প্রচারের পরপরই ওই পাঁচ পুলিশ সদস্যকে বরখাস্তের নির্দেশ দেন জেলার পুলিশ সুপার (এসপি)।
বরখাস্তরা হলেন- এসআই (নিরস্ত্র) শেখ নজরুল ইসলাম, এসআই (অস্ত্র) আসাদুজ্জামান এবং তিন কনস্টেবল নাজির শেখ, যুগল মণ্ডল ও তানভীর হোসেন আকাশ।
ঘটনা তদন্তে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপারকে (অপরাধ) প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয় বিজ্ঞপ্তিতে।
কারও বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোরবানির পশুর হাটে কারও বিরুদ্ধে চাঁদাবাজি বা হয়রানির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে পুলিশ। যেই দোষী হোক না কেন তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরও পড়ুন: ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে কাজ করছে পুলিশ: আইজিপি
৩০৫ দিন আগে
নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধ ১, আটক ৩
নারায়ণগঞ্জের ফতুল্লায় আবারও দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অলিদ নামে একজন টেঁটাবিদ্ধ হয়েছেন। এসময় বেশকয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালানো হয়।
খবর পেয়ে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে ও ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় রেজাউল, জিল্লুর রহমান ও আসলাম নামে তিনজনকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: মাগুরায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০, আটক ৪
শুক্রবার দুপুরে ফতুল্লা থানা সীমান্তের বক্তাবলী ইউনিয়নের আকবরনগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত অলিদ আকবরনগর এলাকার মৃত. দুদু মিয়ার ছেলে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বশত্রুতার জের ধরে দুপুরে উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে টেঁটা, রাম দা হাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অলিদ মিয়ার হাতে-পায়ে ও মাথায় টেঁটাবিদ্ধ হন।
এ বিষয়ে বক্তাবলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মফিজ উদ্দিন বলেন, ২০ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছুড়ে এবং ধাওয়া করে পরিস্থিতি শান্ত করা হয়েছে। আকবরনগরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম বলেন, সংঘর্ষের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আকবরনগর এলাকাকে সন্ত্রাস মুক্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে।
আরও পড়ুন: নরসিংদীর চরাঞ্চলে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
৩২০ দিন আগে
সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণ: ২ বোনের মৃত্যু
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি বাসায় লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ জান্নাতি আক্তার নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল দুইজনে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তিনি।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ভোটকেন্দ্রে ককটেলের বিস্ফোরণ, যুবক আটক
এর আগে একই ঘটনায় সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার বড় বোন রহিমা বেগম।
জান্নাতি আক্তার পটুয়াখালীর গলাচিপা উপজেলার দক্ষিণ চরখালি গ্রামের মো. মোতালেব মিয়ার মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম।
ডা. তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার ভোরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) জান্নাতি আক্তার ১৫ শতাংশ দগ্ধ শরীর নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একই ঘটনায় সোমবার তার বড় বোন রহিমা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আরও পড়ুন: সিলেটে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ, আগুন
গত ২৪ জানুয়ারি দিবাগত রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ বাগপাড়া এলাকায় একটি টিনশেডের বাড়িতে মশার কয়েল জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটে।
এতে পুরো বাড়িতে আগুন ধরে যায়। ওই ঘটনায় পরিবারের এক শিশুসহ ছয়জন দগ্ধ হন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন।
দগ্ধরা হলেন- বাঘপাড়া এলাকার নূর মোহাম্মদের স্ত্রী সুখী আক্তার, তার মেয়ে সাদিয়া, বোন জান্নাতি আক্তার, ভাই আরিফ হাওলাদার, ফুপাতো বোন রহিমা আক্তার ও রহিমার মেয়ে ঋতু আক্তার।
আরও পড়ুন: হাজারীবাগে ককটেল বিস্ফোরণ, শিশুসহ আহত ৪
৪৪২ দিন আগে
নারায়ণগঞ্জে লাইসেন্সবিহীন ১১ হাসপাতাল-ক্লিনিক বন্ধের নির্দেশ
নারায়ণগঞ্জের লাইসেন্সবিহীন ১১টি হাসপাতাল ও ক্লিনিক বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জন। বুধবার(২৪ জানুয়ারি) জেলা সিভিল সার্জন ডা. এএফএম মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমাদের কাছে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা এসেছে। জেলার মোট ২০০ হাসপাতাল ও ক্লিনিকের মধ্যে সনদ না থাকা ১১টি বন্ধ রাখার নির্দেশ পাঠিয়েছি। এ ছাড়াও তালিকার বাইরে কোনো প্রতিষ্ঠান আছে কি না তা দেখার জন্যও আমরা অভিযান চালাচ্ছি।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে গ্যাস সংকট পুঁজি করে সিলিন্ডার ও বৈদ্যুতিক চুলার দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা
এর আগে মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন সারাদেশে লাইসেন্সবিহীন বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধের নির্দেশ দেন। প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘আমি নিজেও লাইসেন্সবিহীন হাসপাতালে ভুক্তভোগী। সুতরাং আমি কখনই এই বিষয়ে ছাড় দেব না। দুর্নীতির বিরুদ্ধে আমার অবস্থান থাকবে। অনুমোদনহীন হাসপাতালকেও ছাড় দেওয়া হবে না।’
আরও পড়ুন: নারায়ণগঞ্জে বাসে টাইম বোমার মতো বস্তু উদ্ধার
৪৪৭ দিন আগে