ফরিদপুরের নগরকান্দায় নিখোঁজের পাঁচ দিন পর নিজ বাড়ির পাশে মাটিতে পোঁতা অবস্থায় কামাল মৃধা নামে এক অ্যাম্বুলেন্স চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার রামনগর ইউনিয়নের ভোজেরডাঙ্গী গ্রামের একটি পেঁয়াজের জমিতে পুঁতে রাখা অবস্থায় তার অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়।
নিহত কামাল মৃধা (৪২) উপজেলার ভোজেরডাঙ্গী গ্রামের মৃত বিল্লাল মৃধার ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, গত ৩০ ডিসেম্বর বিকালে বাজারে চা খেতে যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হন কামাল। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাচ্ছিলেন না পরিবার।
এরই মধ্যে শনিবার বিকালে স্থানীয় কয়েকজন কৃষক ভোজেরডাঙ্গী মাঠে একটি গ্রামীণ মেঠোপথে রক্ত ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন। ওই রক্তের দাগ ধরে পাশের একটি পেঁয়াজের জমিতে গিয়ে মাটি খোড়া দেখে তাদের সন্দেহ হয়। পরে ওই মাটি সরিয়ে একটি হাত দেখতে পান তারা। পরে তারা খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
রবিবার (৫ জানুয়ারি) সকালে ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল-নগরকান্দা) আসাদুজ্জামান সাকিল বলেন, ‘ফসলি জমির মাটিতে পোঁতা অবস্থায় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশের গলাকাটা ছিল। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে মাটিতে পুঁতে রাখা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।