গলাকাটা লাশ উদ্ধার
নিখোঁজের পাঁচ দিন পর অ্যাম্বুলেন্স চালকের গলাকাটা লাশ উদ্ধার
ফরিদপুরের নগরকান্দায় নিখোঁজের পাঁচ দিন পর নিজ বাড়ির পাশে মাটিতে পোঁতা অবস্থায় কামাল মৃধা নামে এক অ্যাম্বুলেন্স চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার রামনগর ইউনিয়নের ভোজেরডাঙ্গী গ্রামের একটি পেঁয়াজের জমিতে পুঁতে রাখা অবস্থায় তার অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়।
নিহত কামাল মৃধা (৪২) উপজেলার ভোজেরডাঙ্গী গ্রামের মৃত বিল্লাল মৃধার ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, গত ৩০ ডিসেম্বর বিকালে বাজারে চা খেতে যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হন কামাল। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাচ্ছিলেন না পরিবার।
এরই মধ্যে শনিবার বিকালে স্থানীয় কয়েকজন কৃষক ভোজেরডাঙ্গী মাঠে একটি গ্রামীণ মেঠোপথে রক্ত ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন। ওই রক্তের দাগ ধরে পাশের একটি পেঁয়াজের জমিতে গিয়ে মাটি খোড়া দেখে তাদের সন্দেহ হয়। পরে ওই মাটি সরিয়ে একটি হাত দেখতে পান তারা। পরে তারা খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
রবিবার (৫ জানুয়ারি) সকালে ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল-নগরকান্দা) আসাদুজ্জামান সাকিল বলেন, ‘ফসলি জমির মাটিতে পোঁতা অবস্থায় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশের গলাকাটা ছিল। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে মাটিতে পুঁতে রাখা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
২ ঘণ্টা আগে
গাংনীতে ওয়ার্ড যুবদল সভাপতির গলাকাটা লাশ উদ্ধার
মেহেরপুরের গাংনীতে ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর হোসেনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে উপজেলার সহড়াবাড়িয়া বাদিয়াপাড়া কামারখালি মাঠের রাইমনতলা নামক স্থানে তার মরদেহ পাওয়া যায়।
নিহত আলমগীর হোসেন (৪৫) উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের উত্তরপাড়া এলাকার মইন উদ্দিনের ছেলে ও গাংনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। প্রায় তিন মাস আগে দুবাই থেকে বাড়ি ফিরেছেন তিনি।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার
গাংনী পৌর যুবদলের সভাপতি সাইদুল ইসলাম বলেন, ‘বুধবার (১ জানুয়ারি) গাংনী বাজারে ছিলেন আলমগীর হোসেন। সেখান থেকেই নিখোঁজ হন তিনি। বৃহস্পতিবার সকালে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন। তবে, কি কারণে এ ঘটনা ঘটেছে কিছুই বলতে পারছি না।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ‘রাতের কোনো একসময় আলমগীর হোসেনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। লাশ উদ্ধার প্রক্রিয়া চলছে।’
তবে কী কারণে এমন হত্যাকাণ্ড ঘটেছে, সেই রহস্য এখনো উদঘাটন করা যায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন: গাজীপুরে দুই যুবকের গলাকাটা লাশ উদ্ধার
৩ দিন আগে
গাজীপুরে দুই যুবকের গলাকাটা লাশ উদ্ধার
গাজীপুরে কাশিমপুরের একটি চারতলা ভবন থেকে দুই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে নগরের কাশিমপুরের মাধবপুর এলাকার রেজাউল করিমের মালিকানাধীন ভবন থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- সাতক্ষীরার দেবহাটা উপজেলার চাঁদপুর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে রাসেল হোসেন (২৩) এবং ভোলার সদর উপজেলার চরভেদুরা গ্রামের জাফর আলীর ছেলে সুফিয়ান (২৪)। তারা দু'জনেই কাশিমপুর থানার মাধবপুর উত্তর পাড়া এলাকায় রেজাউল করিমের বাসায় ভাড়া থেকে একটি কারখানার গোডাউনে প্যাকেজিংয়ের কাজ করতেন।
আরও পড়ুন: রাজশাহীতে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
স্থানীয়রা জানায়, নিহত রাসেল ও সুফিয়ান ওই ভবনের চারতলা ফ্ল্যাটে দীর্ঘদিন ভাড়ায় বসবাস করে স্থানীয় একটি কারখানার গোডাউনে প্যাকেজিংয়ের কাজ করতেন। কারখানার মালিক রাতে রেজাউল করিমের মালিকানাধীন ভবনের কেয়ারটেকার বকুলকে ফোন করে বলেন, রাসেল ও সুফিয়ান মঙ্গলবার কারখানায় আসেনি। পরে কেয়ারটেকার বকুল রাত ১১টায় চারতলায় উঠে কক্ষের ভেতর তাদের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এর কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কেন এবং কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: সিলেটে চা বাগান কর্মচারীর লাশ উদ্ধার
১ মাস আগে
গোবিন্দগঞ্জে অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুলা নামে এক আটোচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার সাপমারা ইউপির সিন্টাজুরি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত দুলা উপজেলার রামপুরার গ্রামের বাসিন্দা।
রবিবার(১৪ এপ্রিল) রাতে দুলাকে গলায় ধারালো কিছু দিয়ে আঘাত করে দুর্বত্তরা অটো নিয়ে পালিয়ে যায়।
আরও পড়ুন: গাজীপুরে অজ্ঞাত নারীর গলাকাটা লাশ উদ্ধার
সোমবার সকালে পথচারীরা লাশটি পরে থাকতে দেখে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুর আলম শাহ জানান, হত্যাকারীরা তাকে ছুরি মেরে হত্যার পর তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে।
আরও পড়ুন: নরসিংদীতে নিজ ঘর থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার
৮ মাস আগে
টঙ্গীতে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার
গাজীপুরের টঙ্গীতে অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালে টঙ্গীর পাগাড় সোসাইটি মাঠ এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি। তার পরনে ছিল জিন্স প্যান্ট ও কালো রঙের গেঞ্জি।
আরও পড়ুন: রাজধানীর কমলাপুরে বাসের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, শনিবার সকালে টঙ্গীর পাগাড় এলাকায় অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ লাশ উদ্ধার করে।
পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও সিআইডির পৃথক দুটি টিম উপস্থিত হন। পরিচয় শনাক্তের জন্য লাশের ফিঙ্গারপ্রিন্ট (আঙুলের ছাপ) নেয় তারা।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এখনও নিহতের পরিচয় পাওয়া যায়নি।
আরও পড়ুন: বরগুনায় অজ্ঞাত নারীর মৃত্যু
রাজধানীর শাহবাগ থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
১ বছর আগে
চুয়াডাঙ্গায় ‘মাদক কারবারির’ গলাকাটা লাশ উদ্ধার
চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক ‘মাদক কারবারিকে’ গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার সকালে উপজেলার হাউলি ইউনিয়নের কাদিপুর গ্রামের মাঠ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত কিতাব আলী (৪৮) চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নারায়নপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিয়ের পর থেকে শ্বশুরবাড়ি কাদিপুরে ঘর জামাই থাকতেন কিতাব। দীর্ঘদিন থেকে তিনি ও তার স্ত্রী মাদকের কারবার করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। তাদের নামে থানায় একাধিক মাদক মামলাও আছে।
আরও পড়ুন: জাফলংয়ে পর্যটকের লাশ উদ্ধার, ‘স্ত্রী’ পলাতক
তিনি আরও বলেন, মাদক কারবারে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে। দ্রুত আমরা বিস্তারিত জানাতে পারব।
লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
উল্লেখ্য, হাউলি ইউনিয়ন পরিষদের (ইউপি) বিট পুলিশের উপরিদর্শক (এসআই) শেখর চন্দ্র মল্লিক বুধবার সকাল ১০টার দিকে কাদিপুর গ্রামের মাঠে কিতাব আলীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। এর আগে ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
আরও পড়ুন: পাবনায় ভাড়া বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার
১ বছর আগে
যশোরে নারীর গলাকাটা লাশ উদ্ধার
যশোরে ৫২ বছর বয়সী এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত সোয়া ৭টার দিকে শহরের আশ্রম রোডের বাসা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রওশনারা রোশনি আশ্রম মোড় এলাকার সাবেক প্রাণিসম্পদ কর্মকর্তা মৃত মুস্তাফিজুর রহমান মনুর স্ত্রী।
আরও পড়ুন: চট্টগ্রামে পুকুর থেকে ২ ভাইয়ের লাশ উদ্ধার
নিহতের স্বজন ও প্রতিবেশীরা জানায়, রোশনির দুই সন্তানের মধ্যে ছেলে আমেরিকা প্রবাসী এবং মেয়ে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি বাড়িতে একাই থাকতেন। সোমবার সকালেও তিনি ফোনে আমেরিকা প্রবাসী নাতি নাতনিদের সঙ্গে কথা বলেন। বিকালে নিহতের মা ওই বাড়ির ঘরের দরজায় তালা লাগানো এবং ঘরের ভেতরে জিনিসপত্র এলোমেলো দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে ঘরের বক্সখাট থেকে রোশনির গলাকাটা লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: নাটোরে যুবকের লাশ উদ্ধার
অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন জানান, নিহতের আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলে জানা গেছে সকালেও তাকে অনেকে জীবিত দেখেছেন। দুপুর থেকে সন্ধ্যার মধ্যে যেকোনো সময় এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
২ বছর আগে
নরসিংদীতে ছেলে-মেয়েসহ মায়ের গলাকাটা লাশ উদ্ধার
নরসিংদীর বেলাব উপজেলায় মা, ছেলে ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার পাটুলি ইউনিয়নের বাবলা গ্রামে নিজ বাড়ি থেকে তাদের রাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- একই এলাকার গিয়াস উদ্দিন শেখের স্ত্রী রাহিমা বেগম (৩৬), তার ১২ বছর বয়সী ছেলে রাব্বি শেখ ও সাত বছরের মেয়ে রাকিবা শেখ।
আরও পড়ুন: ট্রেনের টয়লেট থেকে মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ জানান, রবিবার সকালে পরিবারের অন্যান্য সদস্যরা ঘরে তাদের তিন জনের গলাকাটা লাশ দেখতে পেয়ে থানার পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: যমুনায় নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
ওসি জানান, কে বা করা হত্যা করেছে তা পরে বলা যাবে।
২ বছর আগে
জামালপুরে মা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার
জামালপুরের মেলান্দহ পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের একটি বাড়ি থেকে শনিবার সন্ধ্যায় মা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন- একই এলাকার মৃত আকমল হোসেনের স্ত্রী জয়ফুল বেওয়া (৫০) ও তার মেয়ে স্বপ্না বেগম (৩০)।
আরও পড়ুন: জমি সংক্রান্ত বিরোধে কুষ্টিয়ায় নারীকে পিটিয়ে হত্যা
স্থানীয়দের বরাত দিয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয়রা বাড়ির ভেতরে মা ও মেয়ের রক্তাক্ত লাশ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
হত্যার বিষয়টি তদন্তের পরই বিস্তারিত জানা যাবে বলেও জানান ওসি।
আরও পড়ুন: নাটোরে নিখোঁজের ৪ ঘণ্টা পর স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার
৩ বছর আগে
নাটোরে নিখোঁজের ৪ ঘণ্টা পর স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার
নাটোরের সিংড়ায় নিখোজেঁর চার ঘণ্টা পর তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত ১০টার দিকে এলাকার স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পেছন থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আসিফ উপজেলার পাঙ্গাসিয়া গ্রামের কৃষক ভুলু মিয়ার ছেলে। তার বয়স আনুমানিক ৯ বছর।
আরও পড়ুন: বরিশালে লঞ্চ থেকে তরুণীর লাশ উদ্ধার
সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, পাঙ্গাসিয়া গ্রামের তৃতীয় শ্রেণির ছাত্র আসিফ বুধবার সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশের দোকানে যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হয়। পরে রাত ১০টার দিকে প্রাথমিক বিদ্যালয়ের পেছনে আসিফের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরিবারকে খবর দেয়। এরপর খবর পেয়ে পুলিশ ও সিআইডি ক্রাইমসিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রাতেই লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন: কুমিল্লায় ডাক বিভাগের নৈশ প্রহরীর লাশ উদ্ধার
৩ বছর আগে