চলতি বছর চার বার বন্দর চ্যানেলে দুর্ঘটনা ঘটায় সিঙ্গাপুরের এই জাহাজটি। দুর্ঘটনার কারণে জাহাজের মাস্টার নিজেই মংলা বন্দরের হারবার মাস্টারকে চিঠি লিখে এই জাহাজ প্রবেশের অনুমতি স্থগিতের দাবি জানান। পরে, মংলা বন্দর কর্তৃপক্ষও শিপিং এজেন্টকে জাহাজটি ফের না আনার জন্য বলেন।
কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করেই পাথর বোঝাই করে জাহাজটি আবারও বন্দরে আনা হয়েছে। এতে নতুন করে দুর্ঘটনার আশংকা সৃষ্টি হয়েছে। ঝুঁকির মুখে রয়েছে বন্দর চ্যানেল।
মংলা বন্দর থেকে জানা যায়, গত দুই বছর ধরে মংলা বন্দরে বিভিন্ন পণ্য নিয়ে আসছে এমভি এনার ড্রাগন অ্যান্ড কোস্টাল ট্যুর। কিন্তু চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত চার দফায় জাহাজটির বয়া ও নোঙরের আঘাতে একাধিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে মংলা বন্দর কর্তৃপক্ষ এই জাহাজের শিপিং এজেন্ট জি সি শিপিংয়ের কর্মকর্তাদের জাহাজটি আর না আনার জন্য সতর্ক করে।
এ বিষয়ে জিসি শিপিংয়ের প্রতিনিধি এস এম জহির আলম বলেন, ‘মংলা বন্দর কর্তৃপক্ষ জাহাজটি না আনার বিষয়ে আমাদের অবহিত করেছে। বন্দর জেটি ও চ্যানেলে দুর্ঘটনার আশংকা থাকায় আমরা জাহাজ কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে দিয়েছি। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাহাজটি আবার কিভাবে বন্দরে আসলো আমরা জানি না। বন্দর কর্তৃপক্ষ সতর্ক করার পর থেকে আমরা ওই জাহাজের শিপিং এজেন্ট নই।’
মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন বলেন, এনার ড্রাগন এর আগে চার বার দুর্ঘটনা ঘটিয়েছে। এই ধরনের জাহাজ যাতে আর বন্দরে প্রবেশ করতে না পারে সেজন্য চেয়ারম্যান নির্দেশনা দিয়েছেন। বৃহস্পতিবার এই নির্দেশনা পাওয়ার আগেই ‘এনার ড্রাগন অ্যান্ড কোস্টার ট্যুর’ আবার বন্দর চ্যানেলে প্রবেশ করেছে। বৃহস্পতিবার সকল জাহাজ কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে চিঠি দেয়া হয়েছে।
ভবিষ্যতে ঝুঁকিপূর্ণ জাহাজ বন্দরে ঢুকতে পারবে না বলেও জানান তিনি।