নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ভোলা সদর ও বোরহানউদ্দিন উপজেলায় মেঘনা নদী থেকে ১৫ জেলেকে আটক করা হয়েছে।
শুক্রবার সকালে তাদের জেল-জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত সদর উপজেলার মাঝের চর ও রাজাপুর এলাকায় মেঘনা নদীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে পাঁচ জেলেকে আটক করে।
সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান আটক চারজনকে এক বছর করে কারাদণ্ড ও একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
মৎস্য বিভাগ জানায়, বোরহানউদ্দিন উপজেলায় ১০ জেলেকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ভ্রম্যমাণ আদালত আটক পাঁচ জেলেকে এক বছর করে জেল ও পাঁচজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করে।
এছাড়া, মনপুরায় ৫ হাজার মিটার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।