নোয়াখালীর সেনবাগে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে দুটি কারখানাসহ মোট ৩০টি ব্যবসায়ী প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সেবারহাটে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মধ্যরাতে সেবারহাটের দক্ষিণ অংশে পলি প্লাইউড কারখানায় প্রথমে ধোঁয়া ও পরে আগুন দেখা যায়। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও তীব্রতা বেড়ে যাওয়ায় দ্রুতই আগুন পাশের দোকান ও কারখানাগুলোতে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে সেনবাগ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
সেনবাগ ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বেলাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যে ওই কারখানার বয়লার অতিরিক্ত হিট হওয়ায় সেখান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জ হকার্স মার্কেটে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ৩০ দোকান, আহত ৫
স্থানীয় ব্যবসায়ী আবুল বাশার বলেন, বাজারের মধ্যে বিভিন্ন দোকান রয়েছে। সেখানে এ ধরনের কারখানা বাজারের বাইরে পরিবেশবান্ধব এবং নিরাপদ স্থানে স্থাপন করা প্রয়োজন।
ফায়ার সার্ভিস ও ডিফেন্স নোয়াখালীর সহকারী পরিচালক ফরিদ উদ্দিন জানান, আগুন নিয়ন্ত্রণে সেনবাগ ছাড়া ও চৌমুহনী এবং মাইজদী স্টেশন থেকে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় স্থানীয়দের পাশাপাশি পুলিশ ও সেনা সদস্যরাও সহায়তা করেন।
তিনি জানান, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মধ্যে একটি প্লাইউড ও একটি মেটাল কারখানা ছাড়াও বিভিন্ন ধরনের মোট ৩০টি ব্যবসায়ী প্রতিষ্ঠান মালামালসহ ক্ষতিগ্রস্থ হয়েছে। তদন্ত শেষে মোট ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যাবে।