মঙ্গলবার সকালে স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নৌ-অ্যাম্বুলেন্সটির চাবি পাঁকা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলামের হাতে তুলে দেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল-রাব্বি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উজিরপুর ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন উপস্থিত ছিলেন।
চরাঞ্চল নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ও দুলর্ভপুর ইউনিয়ন। চরাঞ্চলের এই দুই ইউপির সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো না। জরুরি স্বাস্থ্যসেবার জন্য চরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার হয়ে আসছে। বিশেষ করে রাতে রোগী নিয়ে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেতে হলে তাদের ভোগান্তির শেষ ছিল না। রাত ১০টার পর খেয়াঘাটের নৌকা বন্ধ হয়ে গেলে তাদের পদ্মা পার হওয়ার জন্য পরদিন পর্যন্ত অপেক্ষা করতে হতো। তাই সবকিছু বিবেচনা করে এলাকার মানুষের স্বাস্থ্য সেবা শতভাগ নিশ্চিত করতে এবং চরাঞ্চলবাসীর দুর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌ-অ্যাম্বুলেন্স উপহার দিয়েছেন।