নড়াইলের কালিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক হাসিব মোল্যা (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
রবিবার (২৭ জানুয়ারি) বিকালে উপজেলার কালিয়া-নড়াইল সড়কের আমতলা এলাকার ফুলদাহ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসিব মোল্যা (২২) উপজেলার মাধবপাশা গ্রামের সাব্বির মোল্যার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বিকালে হাসিব মোল্যা মোটরসাইকেল করেকালিয়া থেকে নড়াইলের দিকে যাচ্ছিলেন। পথে কালিয়া-নড়াইল সড়কের আমতলা এলাকার ফুলদাহ মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক হাসিব মোল্যা ছিটকে পড়ে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় ট্রাকের চালক ও তার সহকারী ট্রাক রেখে পালিয়ে যায়।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে তবে গাড়ির চালক ও সহকারী পলাতক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।