প্রাণ গেল যুবকের
কিশোরগঞ্জে নৌকাডুবিতে যাত্রীদের বাঁচাতে গিয়ে প্রাণ গেল সাবিকুলের
কিশোরগঞ্জের অষ্টগ্রামে সাতজন যাত্রী ও গবাদিপশু নিয়ে ডুবে যাওয়া নৌকার যাত্রীদের বাঁচাতে গিয়ে প্রাণ গেল সাবিকুল ইসলাম (২৫) নামের এক যুবকের।
সোমবার দুপুর দেড়টার দিকে কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের ভাতশালা গ্রামের পাশে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের কাকুরিয়া গ্রাম থেকে ছোট ডিঙি নৌকা করে পাঁচ নারী-পুরুষ ও দুই শিশু এবং একটি গরু নিয়ে বাজিতপুর উপজেলার হাছানপুর গ্রামে যাওয়ার পথে অষ্টগ্রামের কাস্তুল ইউনিয়নের ভাতশালা এলাকায় স্রোতের টানে নৌকাটি ডুবে যায়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবিতে নিহত ১, নিখোঁজ ৩
এ সময়, ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কে ঘুরতে আসা পর্যটক সাবিকুল ইসলাম তাদের উদ্ধার করতে পানিতে ঝাপিয়ে পড়েন। তিনি এক শিশু ও এক নারীকে উদ্ধার করে সড়কে উঠতে গিয়ে হঠাৎ নিজেই হাওরের পানিতে তলিয়ে যান।
পরে, ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে সন্ধ্যা পৌনে ৭টায় সাবিকুলের লাশ উদ্ধার করে।
নিহত সাবিকুল ইসলাম অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের বরাগীরকান্দি গ্রামের আবদুর রহিমের ছেলে।
অষ্টগ্রাম ফায়ার সার্ভিসের অধিনায়ক সাব-অফিসার কবির আহমেদ ভূঁইয়া বলেন, ‘আমরা দুপুর দেড়টায় নৌ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে আসি। পরে, বাজিতপুর হতে ডুবুরিরা এলে উদ্ধার কাজ শুরু করি ও লাশ উদ্ধার করে থানায় হস্তান্তর করি।’
অষ্টগ্রাম থানার উপপরিদর্শক ইব্রাহিম খলিলুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরও পড়ুন: কোম্পানীগঞ্জে নৌকাডুবি: নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার
১ বছর আগে
সীতাকুণ্ডে ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঝগড়া থামাতে গিয়ে ৩২ বছর বয়সী এক যুবককের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গত বুধবার সীতাকুণ্ড পৌরসভার ৪নং ওয়ার্ড মধ্যম মহাদেবপুরের শেখনগর এলাকায় পুকুর ঘাট ব্যবহার নিয়ে দুই নারীর মধ্যে ঝগড়ারে জেরে দুই পক্ষের মধ্যে মারামারি হলে বাবুল ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে আহত হন।
নিহত মো. বাবলু ওই এলাকার কামাল উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: বাগেরহাটে জ্বর ও শ্বাসকষ্টে যুবককের মৃত্যু
স্থানীয়রা জানায়, আগের দিন পুকুর ঘাট ব্যবহার নিয়ে দুই নারীর মধ্যে ঝগড়া হয়। এ ঘটনার জেরে পরদিন উভয় পরিবারের পুরুষরাও জড়িয়ে পড়েন মারামারিতে। আর এই মারামারিতে থামাতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয় বাবলু।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, পরিবারের নারীদের ঝগড়ার রেশ ধরে ২৬ এপ্রিল পৌরসভাধীন ৪নং ওয়ার্ড মধ্যম মহাদেবপুরের (শেখনগর) সাইফুল ও শাহীনের মাঝে কথা কাটাকাটি হয়। এর জের ধরে পরদিন (২৭ এপ্রিল) শাহীন বেশ কিছু লোকজন নিয়ে এসে সাইফুলকে টেনে-হিচঁড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে দু’পক্ষের লোকজনের মধ্যে ধস্তাধস্তি চলাকলে ঘটনাস্থলে বাবলু আসেন। এ সময় তিনি বাধা দেয়ার চেষ্টা করলে দু’পক্ষের হৈ-চৈয়ের মধ্যে কে বা কারা তাকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন তিনি।
আরও পড়ুন: সুনামগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবককের মৃত্যু
খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার ভোরে তিনি মারা যান।
ওসি জানান, আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
২ বছর আগে