তারা হলেন পেড়লী ইউপি চেয়ারম্যান মো. জার্জিদ মোল্যা (৫২) ও জয়নগর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন চৌধুরী (৬০)।
সূত্র জানায়, চলতি ২০১৯-২০ অর্থবছরে পেড়লী ইউনিয়নে ভিজিডি সুবিধার আওতায় ১৯০টি কার্ডের বিপরীতে ৫ হাজার ৭০০ কেজি চালের ডিও দেয়া হয়। কিন্তু চেয়ারম্যান জার্জিদ মোল্যা ১৬ এপ্রিল ১০৫টি কার্ডের চাল বিতরণ করলেও বাকি ৮৫ বস্তা আত্মসাৎ করেন।
এ ঘটনায় চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সুপারভাইজার মো. মতিয়ার রহমানের কালিয়া থানায় করা অভিযোগ ১৮ এপ্রিল দুদক কার্যালয়ে পাঠানো হয়।
অপরদিকে, করোনাভাইরাসের কারণে জয়নগর ইউনিয়নের হতদারিদ্র পরিবারের মাঝে বিতরণের জন্য জিআরের ৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে চেয়ারম্যান আলাউদ্দিন চৌধুরী ও সচিব মহিদুল ইসলামের বিরুদ্ধে ভুয়া মাস্টাররোল দাখিল করে ২৮০ কেজি চাল আত্মসাৎ করার অভিযোগ ওঠে।
বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় গত মঙ্গলবার রাতে এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ মো. আজিমউদ্দিন বাদী হয়ে নড়াগাতি থানায় মামলা করেন। পরে থানার ওসি অভিযোগটি যশোরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে প্রেরণ করেন।
উভয় ঘটনায় দুদকের সহকারী পরিচালক মো. মাহফুজ ইকবাল বাদী হয়ে মঙ্গলবার পৃথক দুটি মামলা দায়ের করেন।