সংশ্লিষ্টরা জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কৈফিয়ত তলব করে এক দিনের মধ্যে দাখিলের নির্দেশ দেন। কিন্তু ঘটনার ছয় দিনেও জবাব দাখিল না করে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য তিনি চেষ্টা করছেন।
অভিযোগে জানা গেছে, সোহেল পারভেজ গত ২৯ নভেম্বর ভ্যানে করে হাসপাতালের ১০/১৫টি লোহার জানালা ও গ্রিল (প্রায় ২০ মণ) বিক্রির চেষ্টা করেন। হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ভ্যানটি আটক করে।
ইতোপূর্বেও সোহেল পারভেজ হাসপাতালের অব্যবহৃত মালামাল ও সিলিং ফ্যান বিক্রি করেছেন বলে অভিযোগ রয়েছে। তবে অভিযুক্ত সোহেল পারভেজ জানান, তিনি মালামালগুলো এক কক্ষ থেকে আরেক কক্ষে নিয়ে যাওয়ার কথা বলে ছিলেন। কিন্তু ভ্যানচালক না বুঝে হাসপাতালের বাইরে নিয়ে গিয়েছিলেন। এ সময় স্থানীয় লোকজন ভ্যানটিকে আটক করে।
এ বিষয়ে বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসআইএম রাজিউল করিম জানান, তাকে শোকজ করে জবাব দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। তিনি এখন পর্যন্ত জবাব দাখিল করেননি। জবাবের জন্য তাকে পুনরায় চিঠি দেয়া হবে।