সোমবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বরে এসব উপকরণ বিতরণ উদ্বোধন করেন পঞ্চগড় জেলা করোনা প্রতিরোধ কমিটির সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত ভূমি সচিব মাক্ছুদুর রহমান পাটওয়ারী।
এসময় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নান, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলমসহ সদর উপজেলা পর্যায়ের কর্মকর্তা, স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাছাই করা ৪০০ জন মেয়ে শিক্ষার্থীর হাতে নতুন বাইসাইকেল এবং ১৮৫ জন ভিক্ষুককে পুনর্বাসনের জন্য প্রতিজনকে মালামালসহ একটি করে ভ্রাম্যমাণ দোকান, তিনটি করে ছাগল ও ১৫টি করে মুরগি বিতরণ করা হয়।
স্থানীয় সরকার সহায়তা প্রকল্প (এলজিএসপি) ও ভিক্ষুক্ষদের পুর্নবাসন প্রকল্পের আওতায় ২৫ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে এ কর্মসূচি সম্পন্ন হয়।