বাইসাইকেল
চুয়াডাঙ্গায় পাখিভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত
চুয়াডাঙ্গার জীবননগরে পাখিভ্যানের ধাক্কায় জিয়ারুল হক নামে বাইসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর-যশোর মহাসড়কের বাঁকা ব্রিকস ফিল্ডের আশপাশে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: চট্টগ্রামে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
নিহত জিয়ারুল হক জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের মৃত জহির মণ্ডলের ছেলে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, জিয়ারুল বাড়ি থেকে বাইসাইকেল করে জীবননগর বাজারে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মোটরচালিত একটি পাখিভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে জিয়ারুল সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোস্তাফিজুর রহমান সুজন বলেন, আমরা হাসপাতালে তাকে মৃত অবস্থায় পেয়েছি।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবিদ হাসান বলেন, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় বাস উল্টে নিহত ৫
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষার্থী নিহত
৬ মাস আগে
কালীগঞ্জে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী নিহত
লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাকচাপায় একরামুল হক নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১৩ মে) উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
নিহত বাইসাইকেল আরোহী একরামুল হক কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর এলাকার বাসিন্দা।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, রাস্তার পাশ দিয়ে বাইসাইকেল চালিয়ে বাড়ি যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় হেলপার নিহত, চালক আহত
৬ মাস আগে
দিনাজপুরে ট্রাকচাপায় বাইসাইকেল চালক নিহত
দিনাজপুরে ট্রাকচাপায় একজন বাইসাইকেল চালক নিহত হয়েছেন৷ বুধবার (৯ আগস্ট) সকাল পৌনে ১০ টার দিকে সদর উপজেলার গোপালগঞ্জের শেখহাটি এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে।
নিহত বাইসাইকেল চালক ফ্রান্সিস সরেন (৫৫) জেলা সদরের চেহেলগাজী ইউনিয়নের পশ্চিম শিবরামপুর খ্রিস্টান পাড়ার বাসিন্দা এবং সোনা সরেনের ছেলে।
আরও পড়ুন: খুলনায় মালবাহী ট্রাকচাপায় নিহত ১
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম তানভীর জানান, দিনাজপুর রংপুর মহাসড়কের জেলা সদরের গোপালগঞ্জ বাজারের পাশে শেখহাটিতে একটি হাস্কিং মিলের সামনে ট্রাকচাপায় বাইসাইকেল চালক ফ্রান্সিস সরেন নিহত হয়েছেন।
তিনি আরও বলেন, ওই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। তবে ঘাতক ট্রাকটি আটক করেছেন তারা।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ছাগলবাহী ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় নির্মাণশ্রমিক নিহত
১ বছর আগে
মোটরসাইকেল-বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
সিলেট মহানগরীর কাজিরবাজার ব্রিজের ওপর মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনায় একজন আহত হয়েছেন।
নিহত নির্মল সরকার (৩০) হবিগঞ্জ জেলার মাধবপুর থানার দূর্গাপুর গ্রামের সুকলাল সরকারের ছেলে। তিনি নগরীর আম্বরখানায় একটি ফার্মেসিতে স্টাফ হিসেবে কাজ করতেন।
আরও পড়ুন: চাঁদপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
আহত মোটরসাইকেল আরোহী হেদায়েত উল্লাহ আমিন (২৯) মুমূর্ষু অবস্থায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা জানায়, রাত সাড়ে ১২টার দিকে কাজিবাজার ব্রিজের ওপর দক্ষিণ সুরমা যাওয়ার লেনে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজনেই গুরুতর আহত হন।
পরে পথচারীরা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাইসাইকেল আরোহীকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ৫০
যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
২ বছর আগে
পঞ্চগড়ে ৪০০ ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ
পঞ্চগড়ে মাধ্যমিক পর্যায়ের ৪০০ ছাত্রীর মধ্যে বাইসাইকেল এবং ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পে ১৮৫ জন ভিক্ষুকের মাঝে দোকান, ছাগল ও মুরগি বিতরণ করা হয়েছে।
৪ বছর আগে
গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনে অ্যাপে চলবে বাইসাইকেল
বেসরকারি উদ্যোক্তা ‘জো-বাইক’ বাণিজ্যিক ভিত্তিতে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় বাইসাইকেল রাইড শেয়ারিং পরিচালনা শুরু করল।
৪ বছর আগে