চরে বাদাম তুলতে যাওয়ার সময় পদ্মা নদীতে নৌকা ডুবে পাঁচ শ্রমিক নিখোঁজ হয়েছেন।
শুক্রবার সকাল ৮টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার চরনাছিরপুর ইউনিয়নে পদ্মা নদীতে এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ শ্রমিকরা হলেন- সদরপুরের শহীদ মিয়া (১৬), রুবেল হোসেন (২৭), চুয়াডাঙ্গা জেলার মো. শাহাবুল (৩৫), শিলন মিয়া (৩৮) ও আব্দুর রাজ্জাক (৪০)।
সদরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার জানান, সকালে উপজেলার নওয়াব মোল্লার ঘাট থেকে চরনাছিরপুর ইউনিয়নে বাদাম তুলতে যায় পাঁচ শ্রমিক। এ সময় হঠাৎ প্রচণ্ড বাতাসে ছোট ইঞ্জিন চালিত নৌকাটি নদীতে ডুবে যায়। এ সময় নৌকার মাঝি সাঁতরে পাড়ে আসতে পারলেও বাকিরা নিখোঁজ হন।
তিনি জানান, স্থানীয় পর্যায়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। তবে তার দাবি, ঢাকা থেকে ডুবরিরা না আসলে কি হবে বলতে পারছি না।
মাঝি সাবিক মোল্লা জানান, হঠাৎ করে নদীতে প্রচুর বাতাস শুরু হয়। একদিকে স্রোত অন্যদিকে প্রচণ্ড বাতাস হওয়ায় নৌকা নিয়ন্ত্রণ করা যায়নি।