পাবনার সাঁথিয়া উপজেলায় বাকুল ইসলাম (৪৫) নামে চরমপন্থি দলের সাবেক এক নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ধোপাদহ ইউনিয়নের রাউতি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাকুল ইসলাম রাউতি গ্রামের রওশন আলীর ছেলে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় গৃহবধূকে গলা কেটে হত্যা
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, রাতে ঘোড়ার গাড়িতে করে বাড়ি ফিরছিলেন বাকুল। পথে দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
উল্লেখ্য, চলতি নভেম্বর মাসেই পাবনা জেলা ৪টি হত্যার ঘটনা ঘটল। এছাড়াও এ মাসেই পদ্মা নদী থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কায় স্থানীয়রা।