পাবনার বেড়া উপজেলার আমিনপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মাছেম মীর (৬৮) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আমিনপুর থানার আহম্মদপুর দক্ষিণ চর গ্রামের মাছেম মীরের সাথে একই এলাকার তাজাম্মেল হোসেনের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে রবিবার রাতে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন মাছেম মীরকে পিটিয়ে আহত করে। স্থানীয় ও স্বজনেরা তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, নিহতের ভাই হাশেম মীর বাদী হয়ে ১১ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অন্যদিকে, জেলার চাটমোহর উপজেলায় নদী থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে স্থানীয়রা চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের চিকনাই নদীর ব্রীজ সংলগ্ন এলাকায় এক নবজাতকের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজিব শাহরীন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ নবজাতকের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে নবজাতক শিশুটির মরদেহ আঞ্জুমান মফিদুলের মাধ্যমে দাফন করানো হবে।