তিনি বলেন, সমন্বয় না থাকলে উন্নয়ন কখনও ত্বরান্বিত করা সম্ভব নয়। আর পার্বত্য চট্টগ্রামকে বাদ দিয়ে বাংলাদেশের কখনও উন্নয়ন সম্ভব নয়।
বৃহস্পতিবার রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইনস্টিটিউট মিলনায়তনে তিন পার্বত্য জেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সমন্বয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘পার্বত্য জেলায় অনেক সমস্যা ছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পার্বত্য শান্তিচুক্তির মাধ্যমে এসব সমস্যা সমাধান করা সম্ভব হয়েছে। তিন পার্বত্য জেলায় এখন উন্নয়নের সু-বাতাস বইছে।’
তিনি পার্বত্য এলাকার উন্নয়নে ধারাবাহিকতা বজায় রাখতে আন্তরিকতার সাথে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণায়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর, রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈ হ্লা মারমা, রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।