মতবিনিময় সভা
জঙ্গিবাদ-অপরাজনীতির প্রতিবাদে ইআরডিএফবির মতবিনিময় সভা শনিবার
সন্ত্রাস, জঙ্গিবাদ ও অপরাজনীতির প্রতিবাদে মতবিনিময় সভা করবে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সমন্বয়ে গঠিত গবেষণাভিত্তিক সংগঠন ‘এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম বাংলাদেশ (ইআরডিএফবি)।
বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, আগামী শনিবার (১১ নভেম্বর) সকাল ১০টায় ঢাকার সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হবে।
বাংলাদশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপার্চায প্রফেসর ড. সত্য প্রসাদ মজুমদার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপার্চায প্রফেসর ডা. মো. শারফুদ্দিন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপার্চায প্রফেসর ড. মো. মশিউর রহমান, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপার্চায প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদ, উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপার্চায অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপার্চায, উপউপার্চায, কোষাধ্যক্ষ, ডিন, অধ্যাপক, বিভিন্ন কলেজ ও মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং সব র্পযায়ের দেশবরেণ্য শিক্ষাবিদরা অংশ নেবেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুন: পাড়া-মহল্লায় আগুনসন্ত্রাসীদের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তুলুন: তথ্যমন্ত্রী
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ও এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ (ইআরডিএফবি) সভাপতি অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন সভাপতিত্ব করবেন।
এতে আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য ও ইআরডিএফবির সিনিয়র সহসভাপতি অধ্যাপক ড. আব্দুল জব্বার খান এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ইআরডিএফবির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া প্রমুখ।
আরও পড়ুন: ড. ইউনূসের মামলা স্থগিত চেয়ে ১৬০ বিশিষ্ট ব্যক্তির বিবৃতি সার্বভৌম রাষ্ট্রের জন্য হুমকি: ইআরডিএফবি
১ বছর আগে
আরপিও নিয়ে 'অস্পষ্টতা' দূর করতে ডাকা ইসির সভা হঠাৎ স্থগিত
সম্প্রতি সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) নিয়ে 'অস্পষ্টতা' দূর করতে ২০ জুলাই নির্বাচন বিশেষজ্ঞ, নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করতে চেয়েছিল নির্বাচন কমিশন (ইসি)।
গত ১৩ জুলাই ইসি সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত আমন্ত্রণপত্র সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়। কিন্তু হঠাৎ করে নির্বাচন কমিশন ওই সভা স্থগিত করে।
আরও পড়ুন: একতরফাভাবে আগামী নির্বাচন করতে আরপিও সংশোধন করেছে সরকার: গণতন্ত্র মঞ্চ
নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক শরিফুল আলম গণমাধ্যমকে বলেন, আরপিও বিষয়ে সুচিন্তিত মতামত ও পরামর্শ পেতে আগামী ২০ জুলাই অনুষ্ঠিতব্য বৈঠক অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
কমিশন সকল আমন্ত্রিতদের চিঠি ও ফোনে সভা স্থগিত করার কথা জানিয়েছে। গত ৪ জুলাই জাতীয় সংসদে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী বিল-২০২৩ পাস হয়।
আরও পড়ুন: আরপিও সংশোধনী বিল মড়ার ওপর খাড়ার ঘা: টিআইবির উদ্বেগ
ইভিএম ব্যবহারের সুযোগ রেখে আরপিও সংশোধনের অধ্যাদেশে রাষ্ট্রপতির সই
১ বছর আগে
সরকার শিল্প খাতে অধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মন্ত্রী
সরকার শিল্প খাতে অধিক গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
৩ বছর আগে
বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতের চেয়ে অনেক ভালো: হাইকমিশনার ইমরান
বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক অতীতের চেয়ে এখন অনেক ভালো অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান।
৪ বছর আগে
রায়হানের খুনিদের পক্ষে লড়বেন না সিলেটের আইনজীবীরা
এবার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদের হত্যাকারীদের পক্ষে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের আইনজীবীরা।
৪ বছর আগে
অনলাইনে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনে যোগ দেবেন মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১৭ মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেবেন।
৪ বছর আগে
মৌলভীবাজারে ভোক্তা অধিদপ্তরের মতবিনিময় সভা
আসন্ন রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্যে বিক্রয়ের বিষয়ে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ বছর আগে
পার্বত্য এলাকার উন্নয়নে ধারাবাহিকতা বজায় রাখা হবে: মন্ত্রী
সবার সমন্বয়ে পার্বত্য এলাকার উন্নয়নে ধারাবাহিকতা বজায় রাখা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।
৪ বছর আগে