সেই সাথে নিহত শিক্ষকের স্ত্রীকে আহত করার দায়ে আসামিদের প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. মহিদুজ্জামান মঙ্গলবার এ আদেশ দেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে মাকে কুপিয়ে হত্যা, ছেলের মৃত্যুদণ্ড
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন দিপঙ্কর রায়, খোকন সেখ ও নুরুল ইসলাম সেখ।
মামলার সূত্র অনুযায়ী, ২০১৭ সালের ২৩ মার্চ রাতে আসামিরা ঘরের সিঁদ কেটে নাজিরপুর উপজেলার পশ্চিম বানিয়ারী স্কুলের সহকারী শিক্ষক সমীরণ মজুমদারকে (৫০) টেনে-হিঁচড়ে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পাশের কক্ষ থেকে তার স্ত্রী স্বপ্না বসু ধস্তাধস্তির শব্দ পেয়ে তাকে রক্ষা করতে বের হয়ে আসেন। এ সময় তিন আসামি তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে সমীরণকে কুপিয়ে গুরুতর জখম করেন। স্বপ্না বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়।
আরও পড়ুন: নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
কুমিল্লায় সাবেক স্ত্রীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
চিৎকারে লোকজন এগিয়ে এসে তাদের প্রথমে নাজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে সমীরণকে খুলনা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে তিনি মারা যান।
এ ঘটনায় স্বপ্না বাদী হয়ে নাজিরপুর থানায় হত্যা মামলা দায়ের করে।