বগুড়ায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেক্ট্রনিক ডিভাইস ও মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে দুই পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। শুক্রবার পরীক্ষা চলাকালে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-বগুড়া সদর উপজেলার গোকুল মধ্যপাড়া এলাকার নুরুল ইসলামের মেয়ে নিশা আকতার (২৮) এবং ধুনট উপজেলার বিলচাপড়ী এলাকার মোজাম্মেলের ছেলে রুমেল মিয়া (৩০)।
এ সময় নিশার কাছ থেকে কানে ব্যবহার করা যায় এমন ইলেক্ট্রনিক ডিভাইস এবং রুমেলের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আরও পড়ুন: এসএমএসের মাধ্যমে উত্তরপত্র দেখে পরীক্ষা: গ্রেপ্তার ১
বগুড়া করোনেশন ইন্সটিটিউশন স্কুলের প্রধান শিক্ষক আমিনুর ইসলাম জানান, ৩০২ নম্বর কক্ষ থেকে ইলেক্ট্রনিক ডিভাইসসহ নিশা আকতারকে আটক করে পুলিশে সোপর্দ করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)।
বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তাফী বলেন, পরীক্ষা চলাকালে স্মার্টফোন দিয়ে প্রশ্নপত্রের ছবি তুলছিলেন রুমেল মিয়া। এ সময় কর্তব্যরত শিক্ষক তাকে হাতেনাতে আটক করেন এবং থানায় সোপর্দ করা হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রক্সির প্রস্তুতি: বরিশালে গ্রেপ্তার ৩