বৃহস্পতিবার সদর উপজেলা প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে ১৪২৮ বাংলা সনের হাট-বাজার ইজারা বন্দোবস্তের জন্য সম্পন্ন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম রেজা জানান, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ড্রপিংয়ের জন্য সময় নির্ধারণ করা হয়েছিল। এরপর বিকাল ৩টায় টেন্ডার বাক্স খোলা হয়। এতে সদর উপজেলার ৪৭টি হাটের ইজারা দেয়া বিজ্ঞপ্তি দেখে ১৭৫ জন ব্যক্তি অংশ নেন।
আরও পড়ুন: এলাকার সুবিধা অনুযায়ী রাজস্ব ও ইউটিলিটি মূল্য নির্ধারিত হওয়া উচিত: স্থানীয় সরকারমন্ত্রী
তিনি বলেন, পরিবেশ সুন্দর থাকায় এবারের টেন্ডারে অধিক সংখ্যক প্রতিযোগী অংশ নেন। গত অর্থবছরের হাট-বাজার ইজারায় দেয়া থেকে রাজস্ব আদায় হয়েছিল ১ কোটি ৬৩ লাখ ৫৯ হাজার ৪২৫ টাকা। এবার সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ৪ কোটি ৬৪ লাখ ৭৫ হাজার ৮১৭ রাজস্ব আদায় হয়। এর মধ্যে চরমাধবদিয়া ইউনিয়নের আফজাল মন্ডলের হাট বিক্রয় হয়েছে ৯৬ লাখ ১০ হাজার ১০০ টাকায়, যা গত বছরে ছিল ৫৬ হাজার টাকা। এছাড়াও কানাইপুর বিবিধ হাটে গত অর্থবছরের রাজস্ব আদায় হয় ৩২ লাখ টাকা, এবার সেখানে রাজস্ব নির্ধারণ হয়েছে ৬৭ লাখ টাকা। কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দুপুর গো হাট ২ লাখ ৮১ হাজার ছিল, সেখানে এবার ৪০ লাখ টাকা রাজস্ব নির্ধারণ হয়েছে।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন,‘নির্বিঘ্নে আগ্রহীরা অংশ নিতে পারায় সরকার বেশি পরিমাণ রাজস্ব নির্ধারণ করতে পেরেছে। আমরা সকলের জন্য নিরাপদ ও সুব্যবস্থা নিশ্চিত করতে চেষ্টা করেছি।’
আরও পড়ুন: যশোরে দুদকের মামলায় রাজস্ব কর্মকর্তা কারাগারে
হাট-বাজার টেন্ডার খোলার সময় জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক, উপজেলা ইঞ্জিনিয়ার মো. আজাহারুল ইসলাম, মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীসহ উপজেলার ইউনিয়নের চেয়ারম্যান ও টেন্ডারে অংশ নেয়া ব্যক্তিরা উপস্থিত ছিলেন।