নিহত আলেয়া বেগম ওই এলাকার আজাদ শেখের স্ত্রী।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, শনিবার রাত ১০টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে স্থানীয় আজাদ মোল্লার বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে বাড়ির তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এসময় ওই বাড়ির বাসিন্দা আলেয়া ও তার তিন বছর বয়সী মেয়ে মেনা গুরুতর দগ্ধ হয়।
খবর পেয়ে ফরিদপুর থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগে ঘরের মধ্যে থাকা যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
ওসি জানান, গুরুতর আহত দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলেয়াকে মৃত ঘোষণা করেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক আলেয়ার শিশু কন্যাকে ঢাকায় প্রেরণ করে।
অন্যদিকে একই সময় জেলার চরভদ্রাসন উপজেলা বাজারে আগুন লেগে ১০টি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় ফরিদপুর ও সদরপুর থেকে ফায়ার সার্ভিস এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।