রবিবার বিকাল ৩টার দিকে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের বারোভাগিয়া গ্রামের মো. সিরাজ মাতুব্বরের বাড়িতে এ ঘটনা ঘটে।
অজ্ঞান হয়ে পড়া ওই ১৫ জন বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: অজ্ঞানপার্টির খাবার খেয়ে বিষক্রিয়ায় এক ব্যক্তির মৃত্যু
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার সিরাজ মাতুব্বরের বাড়িতে দুপুরে খাবারের জন্য পারিবারিকভাবে পোল্ট্রি মুরগি দিয়ে খিচুড়ি রান্না করা হয়। ওই খিচুড়ি খেয়ে সিরাজ মাতুব্বরের পরিবারের ৬ জন এবং তার জমিতে পিয়াজ রোপনের কাজে নিয়োজিত ৯ শ্রমিক খাওয়ার এক ঘণ্টার মধ্যে একে একে জ্ঞান হারিয়ে ফেলেন।
পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে সিরাজ মাতুব্বরসহ তার পরিবারের তিন নারী ও এক শিশু রয়েছে।
আরও পড়ুন: রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিলেন যুবক, পুলিশের সহায়তায় উদ্ধার
প্রতিবেশী রুমী মাতুব্বর জানান, পোল্ট্রি মুরগি দিয়ে রান্না করা খিচুড়ি খেয়ে খাদ্যে বিষক্রীয়া হয়ে এ ঘটনা ঘটে থাকতে পারে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর ইসলাম বলেন, খাবার খেয়ে জ্ঞান হারিয়ে ফেলা ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: ভারতে খাদ্যে বিষক্রিয়ায় ১০ জনের মৃত্যু
ফরিদপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, এ ব্যাপারে পুলিশের একটি দলকে ঘটনাস্থল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, শত্রুতাবশত কেউ ওই খাদ্যে কিছু মিশিয়ে দিতে পারে বা চুরির করার মানসিকতা থেকেও এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।