ফেনী জেনারেল হাসপাতালের আরএমও মো. ইকবাল হোসেন ভূঁঞা জানান, মঙ্গলবার সন্ধ্যায় হোসনে আরা বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরই তিনি মারা যান। ওই নারীর এক ছেলে কোভিড–১৯ আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বুধবার সকালে দরবারপুর ইউনিয়নের ধলিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
এদিকে, ফেনী পৌরসভার রামপুর এলাকার ৪৫ বছর বয়সী জাকিয়া সুলতানা ৪-৫ দিন ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফাহিম হোসেন জানান, খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের লোকজন ওই নারীর বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করেছেন। নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে।
এছাড়া শহরের পূর্ব মধুপুর এলাকার মো. আবু ইউসুফ (৮৫) জ্বর-শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তির পর মারা যান। করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মজলিশপুর এলাকার আমির হোসেন মিয়া (৭৭)।
ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সাকা জানান,উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানার তত্বাবধানে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিকালে তার লাশ সওদাগর বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।