জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ২৪’র জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের হত্যাকারীদের বিচার নিশ্চিত করা ও প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন হতে হবে।
শনিবার (৩১ মে) বেলা ১২টার দিকে গোপালগঞ্জ শহরের বিসিক এলাকায় অনুষ্ঠিত জামায়াতের ইউনিট দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম বলেন, ‘এক ফ্যাসিবাদের পরিবর্তে আরেক ফ্যাসিবাদ যেন ক্ষমতায় বসতে না পারে। যুদ্ধাপরাধী হিসাবে জামায়াতের যেসব নেতাদের বিচারিক প্রক্রিয়ায় হত্যা করা হয়েছে, তারও বিচার করতে হবে।’
তিনি বলেন, বাংলাদেশের মানুষ যদি আগামীতে জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে জামায়াত রাজা হবে না, জনগণকে প্রজাও বানাবে না—আমরা হবো দেশের মানুষের সেবক।
আরও পড়ুন: বাজেটে নতুন চমক থাকছে না: দেবপ্রিয় ভট্টাচার্য
জামায়াতের এই নেতা আরও বলেন, ‘মানুষ সন্ত্রাস, নৈরাজ্যমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায়।’
অধ্যাপক রেজাউল করিমের সভাপতিত্বে এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর জেলা আমির বদরুদ্দিন, গোপালগঞ্জের সাবেক জেলা আমির অ্যাডভোকেট আজমল হোসেন সরদার প্রমুখ।