বগুড়ায় করোনায় এবং উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। জেলার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে ৫ জন করোনা পজিটিভ এবং অন্য ৮ জন করোনা উপসর্গ নিয়ে মারা যান।
এছাড়া একই সময়ে জেলায় নতুন করে আরও ৯১ জন করোনা শনাক্ত হয়েছেন। এসময় আক্রান্তের হার ১৬ দশমিক ৪৮ শতাংশ।
আরও পড়ুনঃ দেশে করোনায় মৃত্যু ২৪ হাজার ছাড়াল
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন রবিবার নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন।
জেলা স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র জানান, করোনায় মারা যাওয়া ৫ জনের মধ্যে বগুড়ার তিনজন। এরা হলেন- শাজাহানপুরের লোকমান আলী (৭০), সদরের তানিয়া পারভীন (৩২) এবং সারিয়াকান্দির লজ্জাতুননেচ্ছা (৮০)। এছাড়া বাকি দুজন অন্য জেলার। নতুন ৩ মৃত্যুসহ জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৬২২ জন।
আরও পড়ুনঃ সিলেটে করোনায় আরও ১৩ মৃত্যু
তিনি আরও জানান, শনিবার মোট ৫৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে আরও ৯১ জনের।