সর্বশেষ রবিবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুজন মারা গেছেন। এ নিয়ে সরকারি হিসেবে জেলায় মৃতের সংখা হলো ২০২ জন।
নতুন করে মৃত দুইজন হলেন- বগুড়া জেলার কাহালু উপজেলার তিনদিঘী এলাকার আলতাব হোসেন (৯০) ও জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার হাজিপাড়ার বিউটি বেগম (৪৮)।
সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তারা সবাই বগুড়া সদরের বাসিন্দা। রবিবার জেলার দুটি পিসিআর ল্যাবে ১০৫টি নমুনা পরীক্ষায় ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত ৮ হাজার ৬১৭ জন, মারা গেছেন ২০২ এবং চিকিৎসাধীন আছেন ৫২৯ জন।
এদিকে, করোনা সংক্রমন ঠেকাতে বগুড়া শহরের দোকান-পাট সোমবার রাত ৮টা পর থেকে বন্ধ করার নির্দেশ দিয়েছে প্রশাসন।
এ ছাড়া মাস্ক ব্যবহারে কড়াকড়ি আরোপ করে শহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা জোরদার করা হয়েছে। মাস্ক ব্যবহার না করায় প্রতিদিনই ২০-২৫ জনকে জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হচ্ছে।