এছাড়া, বুধবার সকালে করোনা উপসর্গ নিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তি মারা গেছেন।
মৃত আব্দুল কালাম (৫০) গাবতলী উপজেলার মরিয়া এলাকার বাসিন্দা। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে, গত কয়েকদিন ধরেই বগুড়ায় আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। বুধবার জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৫ জন। নতুন ৫৫ জন আক্রান্ত নিয়ে জেলায় মোট আক্রান্ত দাঁড়াল ৩ হাজার ৫০১ জনে।
এদিন সকালে অনলাইন বিফ্রিংয়ে বগুড়ার সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানিয়েছেন, জেলায় মঙ্গলবার পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ৩৫৭ জন। নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ৩৯ জন, নারী ১৫ জন ও একটি শিশু রয়েছে। আক্রান্তদের মধ্যে বগুড়া সদরের ৪৩ জন, শিবগঞ্জের তিন, শাজাহানপুরের চার, গাবতলীর দুই এবং সারিয়াকান্দি, সোনাতলা ও দুপচাঁচিয়ায় একজন করে রয়েছেন।