বগুড়ার কাহালুতে বালতির পানিতে ডুবে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু সামিয়া ওই গ্রামের সাইদুল ইসলামের মেয়ে।
রবিবার (১৮ মে) বিকাল দিকে উপজেলার পাইকড় ইউনিয়নের আড়োলা সাকিদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: নড়াইলে অজ্ঞাত কিশোরের রক্তাক্ত লাশ উদ্ধার
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ‘সামিয়ার মা তাকে রেখে বাথ রুমে কাপড় ধুতে গিয়েছিলেন। এ সময় সামিয়া বালতি থেকে খেলনা তোলার চেষ্টা করতে গিয়ে বালতিতে পড়ে গিয়ে ডুবে যায়। পরে পানি ভর্তি বালতি হতে মৃত অবস্থায় শিশু সামিয়াকে উদ্ধার করেন তার মা।’