নতুন আক্রান্তদের নিয়ে বগুড়ায় এ পর্যন্ত ১৬৮ জনের মধ্যে প্রাণঘাতি করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৬ জন ও মারা গেছেন একজন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, বগুড়া সদরের আক্রান্ত বাসিন্দা সবাই চাষীবাজারের মাছ ব্যবসায়ী। তারা স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন।
বগুড়ায় গত ১ এপ্রিল সর্বপ্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়।
স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে বগুড়ার ১৬৩ ফলাফলে ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বয়স ১৩ থেকে ৬৫। গত ১৯ মে থেকে ২২ মের মধ্যে তাদের নমুনা সংগ্রহ করা হয়।
ডা. মোস্তাফিজুর জানান, আক্রান্তদের আপাতত নিজ নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে প্রয়োজন হলে তাদেরকে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হবে।