বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় সংযোগ মহাসড়কের ট্রাকের ধাক্কায় এক রিকশা ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বালুকোল এলাকায় সোমবার রাতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন আলী (৩৫) উপজেলার ক্ষিদ্র ভদ্রঘাট গ্রামের ইনসাফ আলীর ছেলে। আহত দুই যাত্রীকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় মাগুরায় অগ্রণী ব্যাংকের এজিএম নিহত
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, দুজন যাত্রী নিয়ে নলকা থেকে কড্ডার মোড় যাওয়ার পথে বালুকোল এলাকায় রাত ৯টার দিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি পণ্যবাহী ট্রাক ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক মহাসড়কে ছিটকে পরে ট্রাকের নিচে চাপা পরে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
৩ মাসে সড়কে ঝড়েছে ৪০৯ প্রাণ
চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে সড়ক এবং মহাসড়কে দুর্ঘটনার শিকার হয়ে ৪০৯ জন পথচারী নিহত হয়েছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশনের (আরএসএফ) একটি সাম্প্রতিক প্রতিবেদন। ৩৯৮টি দুর্ঘটনায় নিহত পথচারীদের মধ্যে পুরুষ ২৪৬ জন, নারী ৬৬ জন এবং শিশু ৯৭টি।
আরও পড়ুন: মার্চে সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৫১৩: আরএসএফ
রোড সেফটি ফাউন্ডেশন সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।
প্রতিবেদন অনুসারে, দুর্ঘটনার কারণ বিশ্লেষণে দেখা যায়, ৬১.৮০ শতাংশ দুর্ঘটনা ঘটেছে যানবাহনের বেপরোয়া গতির কারণে এবং ৩৮.১৯ শতাংশ দুর্ঘটনা ঘটেছে পথচারীদের অসতর্কতার কারণে।
প্রতিবেদনের বিভাগ ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি দুর্ঘটনা ও মৃত্যু ঘটে ঢাকা বিভাগে (৩৩.৭২%) এবং সবচেয়ে কম সিলেট বিভাগে (৪.৭০%)। ঢাকা মহানগরে সবচেয়ে বেশি পথচারী নিহতের ঘটনা ঘটেছে। অন্যান্য বিভাগে দুর্ঘটনায় মৃত্যুর হার যথাক্রমে রাজশাহী বিভাগে ১৫.২৯%, চট্টগ্রাম বিভাগে ১৪.৯০%, খুলনা বিভাগে ৯.৮০%, বরিশাল বিভাগে ৬.২৭%, রংপুর বিভাগে ৬.৬৬% এবং ময়মনসিংহ বিভাগে ৮.৬২% ।
দুর্ঘটনায় পথচারী নিহতের ধরন বিশ্লেষণে দেখা যায়, রাস্তায় হাঁটার সময় দুর্ঘটনা ঘটেছে ২১৩টি এবং রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা ঘটেছে ১৮৫টি। দুর্ঘটনাসমূহের মধ্যে পথচারীকে যানবাহনের ধাক্কা দেয়ার ঘটনা ঘটেছে ১৭৯টি এবং এতে নিহত হয়েছে ১৮৩ জন। পথচারীকে যানবাহনের চাপা দেয়ার ঘটনায় নিহত হয়েছে ২২৫ জন।
দুর্ঘটনায় যানবাহনের ধরন বিশ্লেষণে দেখা যায়, ট্রাক চাপায় নিহতের ঘটনা ঘটে সবচেয়ে বেশি। দুর্ঘটনার দিক দিয়ে ট্রাকের পরেই কাভার্ডভ্যান-ট্রলি জাতীয় গাড়ি এবং বাসের অবস্থান।
রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন অনুসারে দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে মহাসড়কে। এরপরের অবস্থানগুলোতে যথাক্রমে রয়েছে, গ্রামীণ সড়ক, আঞ্চলিক সড়ক এবং